ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি কোথায় প্রকাশ করা হতো? ক) মোবাইলে খ) ওয়েবপেজে গ) সংবাদপত্রে ঘ) ফ্যাক্স ২০. মানুষ কোন ধরনের জীব? ক) সামাজিক খ) অসামাজিক গ) বৈষয়িক ঘ) আবাসিক ২১. ক্লায়েন্ট কোন ধরনের শব্দ? ক) আরবি খ) ইংরেজি গ) ফারসি ঘ) পর্তুগিজ ২২. উন্নত দেশগুলোর জনগণ ঘরের ভেতর যে সকল কাজ নিমিষেই করতে পারছে তা হলো- র. পাসপোর্ট প্রাপ্তি রর. আয়কর প্রদান ররর. বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৩. বর্তমান স্মার্টফোনগুলোতে রয়েছে- র. জিপিএস রর. এফএম রেডিও ররর. ভিডিও ক্যামেরা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৪. কোন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক) রেডিওপ্রযুক্তি খ) তথ্যপ্রযুুক্তি গ) কম্পিউটার ঘ) মোবাইলপ্রযুক্তি ২৫. টেলিফোনে কী ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়? ক) একমুখী খ) দ্বিমুখী গ) ত্রিমুখী ঘ) চতুর্মুখী ২৬. অনেক উপাত্ত নিয়ে অল্প সময়ে স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে- র. হিসাব করা যায় রর. বিশ্লেষণ করা যায় ররর. প্রতিবেদন তৈরি করা যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭. কোনটি ক্ষতিকর সফটওয়্যার? ক) মাইক্রোসফট ওয়ার্ড খ) ট্রোজান হর্স গ) গুগল ক্রোম ঘ) মজিলা ফায়ারফক্স ২৮. বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা দেখা যায় কোথায়? ক) শিট ট্যাবে খ) স্ট্যাটাস বারে গ) রিবনে ঘ) অ্যাড্রেস বারে ২৯. এক দেশের কাজ অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করাকে কী বলে? ক) ফ্রিল্যান্সার খ) আউটসোর্সিং গ) ব্রডকাস্ট ঘ) মোবাইল-ব্যাংকিং ৩০. পৃথিবী থেকে বইয়ের দোকান কমে যাওয়ার কারণ- র. ই-বুক রর. ইন্টারনেট ররর. চলচ্চিত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩১. অ্যাড্রেস বারের অবস্থান কোথায়? ক) ওয়ার্কশিটের ডানে খ) ওয়ার্কশিটৈর বামে গ) ওয়ার্কশিটৈর নিচে ঘ) ওয়ার্কশিটের উপরে ৩২. বিনা অনুমতিতে কারও কম্পিউটারে অনুপ্রবেশ করাকে কী বলে? ক) হ্যাকিং খ) হ্যাকার গ) ক্র্যাকার ঘ) ক্র্যাক ৩৩. নেটওয়ার্কের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়- র. শুধু নিজের পরিচিতদের মধ্যে রর. সারা দেশে ররর. সারা পৃথিবীতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৪. নিচের কোনটি বিশ্বগ্রামের একটি উপাদান? ক) বই খ) মোটর গাড়ি গ) রেডিও ঘ) প্লেন ৩৫. কিসের সাহায্যে মানুষ তার জীবনকে দক্ষভাবে পরিচালিত করতে পারে? ক) রেডিওপ্রযুুক্তি খ) মোবাইলপ্রযুুুুক্তি গ) তথ্যপ্রযুক্তি ঘ) কম্পিউটার ৩৬. কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি? ক) নেটওয়ার্ক খ) মডেম গ) পেনড্রাইভ ঘ) রাউটার ৩৭. ওরাকল কী ধরনের সফটওয়্যার? ক) মাল্টিমিডিয়া খ) ডেটাবেজ গ) অফিস ঘ) গান শোনার
×