ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৌফিক অপু

এডওয়ার্ড স্নোডেন থেকে স্নোডেন

প্রকাশিত: ০৬:৩১, ২৭ সেপ্টেম্বর ২০১৬

এডওয়ার্ড স্নোডেন থেকে স্নোডেন

তারুণ্যের পথচলা সত্যিকার অর্থেই একটু অন্যরকম। এ সময়টা যেন ভয়ভীতি নিয়ে পথ চলার নয়। যে কারণে অনেক সময় নিজের জীবনকেও তুচ্ছ মনে হয়। তেমনি কিছু কা- ঘটিয়ে রীতিমতো সারা বিশ্ব কাপিয়ে দিলেন এক তরুণ। তিনি আর কেউ নন। আমাদের সবারই পরিচিত এডওয়ার্ড স্নোডেন। মার্কিন সামরিক শাখার নানা তথ্যউপাত্ত ফাঁস করে যিনি এখন নিজেই সংবাদের শিরোনাম। নিজেকে রক্ষা করতে আশ্রয় নিচ্ছেন এদেশ থেকে ওদেশ। তারপরেও দমে থাকার পাত্র তিনি নন। ১৯৮৩ সালের ২১ জুন জন্ম নেয়া ৩৩ বছর বয়সী এই তরুণ এখন রাশিয়ার আশ্রয়ে রয়েছেন। সিস্টেম এনালাইসিস হিসেবে মার্কিন নিরাপত্তার একটি শাখায় কর্মরত থেকে বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহে ব্যস্ত সময় কাটাতেন। অতি উৎসাহিত মন অনেক সময় বিভিন্ন বিভিন্ন উঁকি-ঝুঁকি মারত। বিপত্তি ঘটে যায় সেখানেই। হাতের কাছে জমা হতে থাকে রাশিয়া, জার্মান নিয়ে মার্কিন নানা ধরনের চিন্তা ভাবনার উপাত্ত। যা কখনই তার নীতির সঙ্গে খাপ খায়নি। সে উন্মাদনা থেকেই একে একে ফাঁস করতে থাকে তার হাতে জমা হয়ে থাকা নানা ধরনের তথ্য। ব্যস মার্কিন সরকার ছুটতে থাকে তার পেছনে। সে ও সুযোগ বুঝে পালিয়ে যায়। এভাবেই চ্যালেঞ্জিং জীবন পার করছে স্নোডেন। এই ইতিহাস মোটামুটি মিডিয়ার বদৌলতে এখন অনেকেই জানেন। তবে নতুন যে বিষয়টি এখন আবার আলোচিত হচ্ছে তা হচ্ছে স্নোডেনকে নিয়ে বানানো চলচ্চিত্র। স্নোডেন এর কর্মকা- এবং তাকে নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র স্নোডেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর তথ্য ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে নির্মিত ছবি টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। অস্কারজয়ী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অলিভার স্টোন ‘স্নোডেন’ নামে ছবিটি নির্মাণ করেছেন। ছবির নির্মাতা অস্কারজয়ী চলচ্চিত্রকার হলেও স্নোডেনকে নিয়ে নির্মিত এ ছবিতে বিনিয়োগ করতে রাজি হয়নি কোন প্রযোজনা প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নেই ছবিটি তৈরি করেছেন স্টোন। নির্মাতা অলিভার স্টোন বলেন, ‘এই ধরনের ছবি নির্মাণ করা অত্যন্ত ঝামেলাজনক। মামলার পর মামলা হতে থাকে। অনেক সময় যাকে নিয়ে ছবি নির্মাণ করা হয় তিনিও নির্মাতার ওপর ক্ষেপে যান।’ স্টোন বলেন, ‘যেহেতু এই ইস্যুটি এখনও শেষ হয়ে যায়নি, তাই এই ছবির ক্ষেত্রে কী কী ঘটবে তা এখনও বলা যাচ্ছে না। আমি আশা করছি সবকিছু ঠিকমতোই শেষ হবে।’ ছবিতে স্নোডেন চরিত্রে অভিনয় করেছেন জোসেফ গর্ডন। আরও আছেন, শেইলিন উডলি, নিকোলাস কেইজ, স্কট ইস্টউড, রেইস ইফানস, জ্যাকারি কুইন্টো, মেলিসা লিও প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের এনএসএর তত্ত্বাবধানে করা অবৈধ গোপন নজরদারিত্বের সব তথ্য ফাঁস করে আলোচনায় আসেন এনএসএ কর্মী স্নোডেন। এরপর যুক্তরাষ্ট্র ছেড়ে পালাতে বাধ্য হন তিনি।
×