ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় ক্রিকেট লীগ

বৃষ্টিবিঘ্নিত দিনে তুষার-মেহেদির ব্যাটিং ঝলক

প্রকাশিত: ০৬:০০, ২৭ সেপ্টেম্বর ২০১৬

বৃষ্টিবিঘ্নিত দিনে তুষার-মেহেদির ব্যাটিং ঝলক

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ আশরাফুল ক্রিকেটে ফিরেছেন। কিন্তু এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে তার দল ঢাকা মেট্রোপলিস ব্যাট করতে নামতেই পারেনি। ১৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) রবিবার শুরু হয় চারটি ভেন্যুতে। প্রথমদিনই ছিল বৃষ্টির বাগড়া যা দ্বিতীয় দিনও ছিল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিরুদ্ধে মেট্রোর ম্যাচটি দ্বিতীয় দিন মাঠেই গড়াতে পারেনি। প্রথম স্তরের ম্যাচে মেট্রো আগেরদিন ২ উইকেটে ৪৭ রান করেছিল, সেখানেই থেমে আছে তারা। প্রথম স্তরের অপর ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ মুখোমুখি হয়েছে। দ্বিতীয় দিনটা পুরোপুরিই খেলা হয়েছে নির্বিঘ্নে। আগের দিন ৩ উইকেটে ১৬৫ রান নিয়ে খেলতে নেমে বরিশালের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬১ রানে। শাহরিয়ার নাফীস ৭৬ রানেই আউট হয়ে গেলেও শেষদিকে মনির হোসেন ৬১ বলে ১০ চারে ৫৭ রান করেন। তিনটি করে উইকেট নেন পেসার আল-আমিন হোসেন ও স্পিনার আব্দুর রাজ্জাক। দিনশেষে স্বাগতিক খুলনা মেহেদি হাসান ও তুষার ইমরানের জোড়া অর্ধশতকে ৪ উইকেটে ২২১ রান তুলেছে প্রথম ইনিংসে। ওপেনার মেহেদী ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৫ রান করেন। আর তুষার ১২১ বলে ১২ চারে ৯১ রানে ফিরে যান। এখনও খুলনা পিছিয়ে ৪০ রানে। দ্বিতীয় স্তরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগের ম্যাচে দ্বিতীয় দিন কোন খেলা হয়নি। আগেরদিন বৃষ্টির বাগড়ায় ব্যাট করতে নেমে রাজশাহী ২ উইকেটে ৯৪ রান তুলেছিল। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জমে উঠেছে দ্বিতীয় দিন। আগের দিনের ৫ উইকেটে ২৯৪ রান নিয়ে খেলতে নেমে ৩৬৮ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম বিভাগের প্রথম ইনিংস। ইয়াসির আলী ৯০ ও তাসামুল হক ৫২ রান করেছিলেন। দ্বিতীয় দিনে নূর হোসেন ৫২ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪০ এবং ইরফান শুক্কুর ৩৩ রান করেন। রংপুর বিভাগের পক্ষে আলাউদ্দিন বাবু ৭৩ রানে তিনটি এবং সাজিদুল ইসলাম ৬৫ রানে দুটি উইকেট নেন। জবাব দিতে নেমে দিনশেষে প্রথম ইনিংসে রংপুর তুলেছে ৫ উইকেটে ১৮৩ রান। ওপেনার সায়মন আহমেদ ৫৩ ও মাহমুদুল হাসান ৩৯ রানে ফিরে গেছেন। ৩৬ রান নিয়ে ব্যাট করছেন ধীমান ঘোষ। ইয়াসির আরাফাত ৩৬ রানে তিনটি ও তাসামুল ৫৫ রানে দুটি উইকেট নিয়েছেন। এখনও ১৮৫ রানে পিছিয়ে আছে রংপুর।
×