ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রুপসেরা হওয়ার হাতছানি বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬

গ্রুপসেরা হওয়ার হাতছানি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ সুবিধাজনক অবস্থানে আছে লাল-সবুজের বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় দল। বেক্সিমকো অনুর্ধ-১৮ এশিয়া কাপ হকি আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি দিয়ে ডাকছে তাদের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৩টায় আজ পুল ‘এ’ তে তারা মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের। এই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্বাগতিক দলের অন্তত ড্র করলেই চলবে। আর জিতলে তো সোনায় সোহাগা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৫-৪ গোলে হারিয়ে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ। সে ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন বিজয়ের নায়ক আশরাফুল। না, এ আশরাফুল বাংলাদেশের কলংকৃত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল নন। এ আশরাফুল বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় হকি দলের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। আন্তর্জাতিক পর্যায়ে এটি আশরাফুলের প্রথম হ্যাটট্রিক। ২০১৪ সালে নবেম্বর জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে দুই গোল করেছিলেন তিনি (এসএ গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ১টি, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১ গোল)। চলতি মৌসুমে মেরিনার্সের হয়ে লীগে করেছেন ৮ গোল। মজার ব্যাপার- এই গোলগুলোর সবই করেছেন পেনাল্টি কর্নার থেকে! কেমন লাগছে বিজয়ের নায়ক হতে পেরে? আশরাফুলের জবাব, ‘আমার যে কেমন লাগছে, তা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। আমার গোলে ভারতকে হারিয়েছি, এটা যেন স্বপ্নের মতো!’ ম্যাচে যেভাবে একের পর এক গোল করেছেন পেনাল্টি কর্নার থেকে। কিভাবে রপ্ত করলেন এটা? ‘এক মাসের বেশি সময় ধরে আমি পেনাল্টি কর্নার নিয়েই অনুশীলন করেছি। কোচ আমাকে ডিফেন্সের অনুশীলন বাদ দিয়ে শুধু পেনাল্টির অনুশীলনই করিয়েছেন।’ আশরাফুলের ভাষ্য। চোখে মুখে জয়ের নেশা। আগে কি জাতীয় হকি খেলোয়াড়দের চেহারায় এমন প্রত্যয় দেখা গিয়েছিল? খেলোয়াড়দের এমন ফুঁসে উঠার প্রধান কারণ হলো ফেডারেশনের অবহেলার জবাব। জয় দিয়েই তারা সকল অবহেলার দিতে বদ্ধপরিকর। আর শিরোপা উপহার দিতে পারলে তো সেটি হবে অবহেলার জবাব একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া। বিগত কয়েক বছর যাবতই কেন জানি ওমানই হয়ে উঠেছে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ। বাংলাদেশ জাতীয় হকি দল বিভিন্ন টুর্নামেন্টে এই ওমানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে অবতীর্ণ হয়। তাদের দীর্ঘমেয়াদী ইউরোপিয়ান কোচ এবং বাইরের দেশে গিয়ে নিয়মিত প্র্যাকটিস ম্যাচ খেলার সুফলও পেয়েছে। যে কারণে র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের ওপরে অবস্থান করছে। বিশেষ করে ২০১৪ সালে তারা র‌্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে উঠে গিয়েছিল। যা বাংলাদেশ এখনও অর্জন করতে পারেনি। উল্লেখ্য, এই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ যুব হকি বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।
×