ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শততম ওয়ানডে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০১৬

শততম ওয়ানডে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না’। জীবনের বাঁকে বাঁকে তা বহমান। ক্রিকেটের সময়ও দেখতে দেখতে চলে গেল। সময় কত দ্রুত গড়িয়ে যায়। ১৯৮৬ সালে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। দেখতে দেখতে ৩০ বছরের বেশি সময় চলে গেল। বাংলাদেশ ক্রিকেট দলও এই সময়ের মধ্যে ৩১৩টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে ফেলল। এরমধ্যে ২১০টি ম্যাচে হার ও ৪টি ম্যাচের রেজাল্ট হয়নি। বিপরীতে ৯৯তম ওয়ানডে ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস, রোমাঞ্চ ছড়িয়ে দেয়া ম্যাচে আফগানিস্তানকে রবিবার প্রথম ওয়ানডেতে ৭ রানে হারিয়ে ৯৯তম জয় পেয়েছে। এবার বাংলাদেশের সামনে একটি মাইলফলক অর্জনের পালা। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের সামনে কোন ফরমেটে ১০০তম জয়ের হাতছানি দিচ্ছে। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের হারাতে পারলেই ১০০তম ওয়ানডে জয়ের গৌরব অর্জন করবে মাশরাফি বিন মর্তুজার দল। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচটি খেলে বাংলাদেশ। সেই থেকে টানা ২২ ওয়ানডে হারে। ২৩তম ওয়ানডেতে গিয়ে ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে তিনজাতি সিরিজে কেনিয়ার বিপক্ষে ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে বাংলাদেশ। বর্তমান ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খানের নেতৃত্বে ২৮ রানে কেনিয়াকে হারিয়ে প্রথম ওয়ানডে জয়টি পায় বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে স্কটল্যান্ডের বিপক্ষে। বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ৬৮ রানে ২২ রানে জয় পায়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে চমকও জাগায়। খালেদ মাহমুদ সুজনের অলরাউন্ডার নৈপুণ্যে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে দেয় বাংলাদেশ। প্রথমবার কোন টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে দেয়। তাও আবার বিশ্বকাপের মঞ্চে! এরপর টানা হার, ২০০৩ সাল পর্যন্ত আর কোন জয় মেলেনি। ২০০৪ সালে গিয়ে হারারেতে বর্তমান নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে জিম্বাবুইয়েকে ৮ রানে হারায়। তবে সেদিন আর নেই, বিশেষ করে গত বিশ্বকাপের পর থেকে মাশরাফির নেতৃত্ব ওয়ানডে ক্রিকেটে বদলে যায় বাংলাদেশ। প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে আর মাশরাফি মিলে পুরো বাংলাদেশ দলকে বদলে ফেলেন। ২০১৪ সালের নবেম্বরে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ থেকে যে বাংলাদেশ জিততে শুরু করেছে, দ্বিপক্ষীয় সিরিজে আর হারছেই না। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ জেতার পর গতবছর পাকিস্তানকে প্রথমবারের মতো সিরিজে হারানোর সঙ্গে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করে। এরপর দুই পরাশক্তি ভারতকে ২-১ ব্যবধানে ও দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে সিরিজে হারায় বাংলাদেশ।
×