ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু সিবুলকোভা-কেভিতোভার

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

জয় দিয়ে শুরু সিবুলকোভা-কেভিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ উহান ওপেনে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন পেত্রা কেভিতোভা, ডোমিনিকা সিবুলকোভা এবং জুলিয়া পুতিনসেভার মতো তারকারা। তবে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন রিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী মনিকা পুইগ। ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা উহান ওপেনের প্রথম পর্বে সোমবার লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোর মুখোমুখি হয়েছিলেন। তবে চেক তারকার কাছে কোন ধরনের পাত্তাই পাননি ওস্টাপেঙ্কো। পেত্রা কেভিতোভা এদিন ৬-৩ এবং ৬-১ সেটে প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় পর্বের টিকেট নিশ্চিত করেন। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেভিতোভা বলেন, ‘প্রথম ম্যাচ সবসময়ই ভয় কাজ করে। তবে আমি ফুরফুরে মেজাজেই ছিলাম এমনকি ম্যাচের আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলাম।’ কেভিতোভা সহজে জয় পেলেও তিন সেটের কঠিন লড়াইয়ের পর দ্বিতীয় পর্বের টিকেট কেটেছেন ডোমিনিকা সিবুলকোভা। প্রথম পর্বের ম্যাচে এদিন সেøাভাকিয়ার এই টেনিস তারকা ৬-২, ২-৬ এবং ৬-৩ সেটে ফ্রান্সের এলিজ কোর্নেটকে পরাজিত করে পরের রাউন্ডে জায়গা করে নেন। তবে এদিন লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভা, গ্রেট ব্রিটেনের হেথার ওয়াটসন এবং রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা প্রত্যেকেই দ্বিতীয় সেট থেকে রিটায়ার্ড নেন। যে কারণে অনায়াসেই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন যথাক্রমে কাজখস্তানের জুলিয়া পুতিনসেভা, আমেরিকার মেডিসন ব্রেঞ্জল এবং জাপানের মিসাকি ডোই। এদিকে গত মাসে রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে গোটা টেনিস বিশ্বকেই চমকে দিয়েছিলেন মনিকা পুইগ। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি পুয়ের্তো রিকোর এই সোনার মেয়ে। সোমবার উহান ওপেনের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন তিনি। ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চির কাছে ৬-৩ এবং ৬-১ সেটে হেরে উহান ওপেন থেকে ছিটকে পড়েন পুয়ের্তো রিকোকে প্রথমবারের মতো স্বর্ণপদক উপহার দেয়া এই টেনিস তারকা।
×