ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুকুরের মতো শব্দ করে মাছ!

প্রকাশিত: ০৫:৫০, ২৭ সেপ্টেম্বর ২০১৬

কুকুরের মতো শব্দ করে মাছ!

অবাক হওয়ার কিছু নেই। দক্ষিণ আমেরিকার মিঠা পানির রাক্ষুসে মাছ পিরানহা কুকুরের মতো শব্দ করতে পারে। কয়েক কোটি বছর ধরে এ অঞ্চলে হ্রদ, জলাশয় ও নদীতে বাস করছে পিরানহা মাছ। ভেনিজুয়েলার ওরিনিকো নদীর অববাহিকা থেকে আর্জেন্টিনার পারানা নদী পর্যন্ত দেখা যায় এই মাছটি। বিজ্ঞানীদের দাবি, পিরানহা প্রজাতির মাছের আদি প্রজাতি আড়াই কোটি বছর আগেও দক্ষিণ আমেরিকায় ছিল। জীবাশ্ম থেকে এর প্রমাণ পাওয়া গেছে। মেগাপিরানহা পেরানেনসিস ছিল বর্তমানের পিরানহার মাছের আদি প্রজাতি। পিরানহা মাছ মাংসাশী। এদের দাঁত মারাত্মক ধারাল। অনেকটা ছুরির ফলার মতো। দুই পাটি দাঁত শিকারকে কামড়ে ধরলে আর নিস্তার নেই। পিরানহাকে মানুষখেকো হিসেবে কেউ কেউ অভিহিত করেন। তবে পিরানহার কয়েকটি প্রজাতি কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করতে পারে বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। সাধারণ লাল পেটওয়ালা পিরানহারা তাদের দেহে থাকা সুইমব্লাডার কাজে লাগিয়ে শব্দ তৈরি করে। প্রয়োজন ভেদে চার ধরনের শব্দ করতে পারে এরা।-টাইমস অব ইন্ডিয়ার
×