ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৬

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাস করেছে ৩ হাজার ৮০০ শিক্ষার্থী। পাসের হার ১১ দশমিক ৪৩ শতাংশ। ফল ঢাবি ওয়েবসাইট (ধফসরংংরড়হ. বরং.ফঁ.ধপ.নফ) অথবা যে কোন মোবাইল ফোন থেকে উট কঐঅ <জড়ষষ ঘড়> টাইপ করে ১৬২৩১ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে। সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বেগম আকতার কামাল, ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রহমান। গত শুক্রবার ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৭৩টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
×