ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্তমান ও অতীতে সংসদে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে সার্চ কমিটি করুন ॥ হাফিজ

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬

বর্তমান ও অতীতে সংসদে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে সার্চ কমিটি করুন ॥ হাফিজ

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন গঠনে জাতীয় সংসদে বর্তমান ও অতীতে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে সার্চ কমিটি গঠনের সুপারিশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে সার্চ কমিটি গঠন হলে তাদের রাষ্ট্রপতি যে কমিশন গঠন করবে তা কাজী রকিব উদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের মতোই হবে উল্লেখ করেন। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দেশ-বিদেশে ঘৃণিত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে শেখ হাসিনা যে সার্চ কমিটির কথা বলছেন সেটি রকিব উদ্দিনের মতোই হবে। যেসব দল সংসদে বর্তমানে প্রতিনিধিত্ব করছে এবং পূর্বে প্রতিনিধিত্ব করেছে তাদের মধ্য থেকে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে আসলেই ভয় পায়। তাই তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। দয়া দাক্ষিণ্যে এই সরকার নির্বাচন দেবে না। তাদের কাছে সুষ্ঠু নির্বাচন চেয়েও লাভ নেই। রাজপথে নেমে জনগণের স্বার্থে, মুক্তিযোদ্ধাদের স্বার্থে আন্দোলন করতে হবে। ‘বর্তমান সরকারের কাছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সম্মান ও অস্তিত্ব নিরাপদ নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতা ঘোষণাকারীর স্বাধীনতা পদক কেড়ে নিলে স্বাধীনতা সংগ্রাম উপহাস করা হয়। স্বাধীনতা পদক কেড়ে নিয়ে জিয়াউর রহমানকে অপমান করা সকল মুক্তিযোদ্ধাকে অপমানের শামিল। তিনি বলেন, আওয়ামী লীগ যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ততবার মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেড়েছে। তাদের এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার হওয়া উচিত উল্লেখ করেন। তিনি বলেন, এই সরকার অন্যের দয়ায় ক্ষমতায় এসেছে। তাই ভারত বাংলাদেশে জঙ্গীবাদ নিরসনে অন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, নেত্রীর আমাদের আরেকটু ভাল করে মূল্যায়ন করতে হবে। সভায় বক্তৃতাকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে রাত বারোটার বদলে অন্তত সন্ধ্যা ছয়টায় অফিস করতে হবে। সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত। সকাল দশটা থেকে নেতাকর্মীরা দেখা সাক্ষাত করবেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির খালি থাকা দুটি পদে নোমান এবং মেজর হাফিজকে বসানোরও সুপারিশ করেন তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির অপর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে এসে জনগণের মতামত নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিন। তাহলে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক ভাল কাজ করেছেন। কিন্তু একটি ভাল কাজ করা বাকি আছে। আর তাহলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়া। শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশের চলমান সঙ্কট নিরসন সম্ভব নয়। বিএনপি সংঘাত হানাহানি চায় না। চায় শান্তিপূর্ণ নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে দেশের চলমান গণতন্ত্রের সঙ্কট কেটে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়ক পদ্ধতির সরকার মানতে সমস্যা হয় তাহলে যে কোন নামে এই সরকার ব্যবস্থা হতে পারে। এ বিষয়ে বিএনপির কোন আপত্তি থাকবে না। এছাড়া বর্তমান সঙ্কট কাটিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার অন্য কোন পথ নেই। অনুষ্ঠানে বক্তৃতাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দেশে গণতন্ত্রকে প্রাণবন্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপন করতে হবে। সমঝোতা ও আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় তারা এসব কথা বলেন। প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম এ স্মরণসভার আয়োজন করে।
×