ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পায়রা নদীতে সেতু নির্মাণ দেড় বছরের মধ্যে শুরু ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬

পায়রা নদীতে সেতু নির্মাণ দেড় বছরের মধ্যে শুরু ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীর স্কুলছাত্র শীর্ষেন্দুকে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী পায়রা নদীতে সেতু নির্মাণের কাজ আগামী দেড় বছরের মধ্যে শুরুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর মিরপুরে গাবতলী থেকে শিরনিরটেক পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধন করে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক। এ নিয়ে কারও মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই। পটুয়াখালী সরকারী জুবিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস তার গ্রামের বাড়ি ঝালকাঠির মির্জাগঞ্জে যাওয়ার পথে পায়রা নদীতে একটি সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল গত আগস্টে। ওই চিঠি পেয়ে সেখানে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে জবাব পাঠিয়েছেন প্রধানমন্ত্রী, যা এরই মধ্যে শীর্ষেন্দুর হাতে পৌঁছেছে। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি চিঠি সেতু বিভাগে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহে সেতু বিভাগের একটি দল মির্জাগঞ্জে সেতুর জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শনে যাবে বলেও জানান মন্ত্রী। এছাড়াও অচিরেই ওই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সব কাজ শেষে আগামী বছর দেড়েকের মধ্যে চূড়ান্ত কাজ শুরু করা যাবে। এর আগে বেলা ১১টার দিকে মিরপুরের শিরনিরটেকে ৯২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক উদ্বোধন করেন ওবায়দুল কাদের। গাবতলী থেকে শিরনিরটেক পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য ২ দশমিক ৬ কিলোমিটার। এ সড়ক চালু হওয়ার ফলে উত্তরা, টঙ্গী, আশুলিয়াসহ আশপাশের এলাকা থেকে যানবাহন সহজেই বেড়িবাঁধ সড়ক হয়ে গাবতলী ও মিরপুরে যাতায়াত করতে পারবে। এতে শহরের ওপর যানবাহনের চাপ কমবে বলে আশা করছেন ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, আমরা নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় একের পর এক উন্নয়ন প্রকল্প চলছে। কাজ হচ্ছে দ্রুতগতিতে। যেগুলো শেষ হচ্ছে জনস্বার্থে দ্রুত তা খুলে দেয়া হচ্ছে। তিনি বলেন, সরকার যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায়। সে লক্ষ্যেই কাজ করছে। সরকারের যানজট নিরসনে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে ৯২ কোটি টাকা ব্যয়ে শিরনিরটেক-গাবতলীর আড়াই কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে বলে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, রাস্তাটি এখানকার জনগণের দীর্ঘদিনের দাবি। দায়িত্ব নেয়ার পর থেকে মিরপুরবাসী রাস্তাটি চাচ্ছিল। তবে রাস্তাটি করতে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এখানে মানুষের ঘরবাড়ি ছিল, তাদের সরিয়ে ক্ষতিপূরণ দিতে হয়েছে। এ কারণে মাত্র আড়াই কিমি রাস্তা করতে খরচ হয়েছে ৯২ কোটি টাকা। যার মধ্যে ক্ষতিপূরণ ছিল ৭৫ কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন প্রমুখ।
×