ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সহায়তা দেবে না চীন

প্রকাশিত: ০৫:৩২, ২৭ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সহায়তা দেবে না চীন

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত চীন কাশ্মীর ইস্যুতে সহায়তা দেয়ার খবরে অস্বীকৃতি জানিয়েছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সোমবার দ্বিতীয়বারের মতো চীন এক কথা জানাল। পাক গণমাধ্যমের দাবি করা হচ্ছে, কাশ্মীর ইস্যু নিয়ে যে কোন আগ্রাসনের বিরুদ্ধে বেজিং সহায়তা দেবে। পাক গণমাধ্যমের এ ধরনের দাবি নাকচ করে বন্ধুরাষ্ট্র হিসেবে চীন বরাবরই বলে আসছে, কাশ্মীরসহ অন্যান্য ইস্যুর সমাধানে ভারত ও পাকিস্তানের সঠিক আলোচনায় বসা উচিত। আলোচনার মাধ্যমে উভয় দেশ এসব সমস্যার সমাধান করতে পারে বলে চীন তাগিদ দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। চীন আরও বলেছে, পূর্বের ইতিহাস ভুলে গিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ভারত ও পাকিস্তান একসঙ্গে কাজ করতে পারে। লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইয়ু বোরেনের এক মন্তব্যের জেরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝং সুয়াং এসব কথা বলেন। ইয়ু বোরেন বলেছিলেন, ইসলামাবাদের বিরুদ্ধে যে কোন আগ্রাসন ঠেকাতে চীন সমর্থন দেবে। ইয়ু বোরেনের এ মন্তব্য বিষয়ে ঝং সুয়াং বলেন, আমি আমাদের কোন দূতের এ ধরনের মন্তব্য বিষয়ে অবগত নই। তবে এসব বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার। আমরা ভারত ও পাকিস্তান উভয় দেশেরই প্রতিবেশী এবং বন্ধু। আমি আশা করব উভয় দেশ সঠিক ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করবে।
×