ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে সরকারী কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩২, ২৭ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্র থেকে সরকারী কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে সফরকালেও দেশের গুরুত্বপূর্ণ সরকারী জরুরী কাজ করে যাচ্ছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার পর থেকেই তিনি এ কাজ করছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রী রবিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে আরও ১৫ গুরুত্বপূর্ণ ফাইলে ইলেকট্রোনিক স্বাক্ষর দিয়ে তা অনুমোদন করেন। তিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার সকালে বলেন, ওই ১৫ ফাইলসহ তিনি গত দুই দিনে মোট ২৪ জরুরী ফাইল অনুমোদন করেছেন। এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়টি গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন করেন। করিম বলেন, প্রধানমন্ত্রী তাঁর সরকারী কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জরুরী সব ফাইল অব্যাহতভাবে তাঁর কাছে পাঠাতে তাঁর দফতরকেও নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের সুযোগ নিয়ে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করা হয়। প্রধানমন্ত্রী আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং এর পরদিন দেশে ফিরবেন।
×