ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রচার কমিটির প্রকাশনা

ডিজিটাল ও প্রিন্ট মাধ্যমে তুলে ধরা হবে জামায়াত বিএনপির সন্ত্রাস

প্রকাশিত: ০৫:২৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬

ডিজিটাল ও প্রিন্ট মাধ্যমে তুলে ধরা হবে জামায়াত বিএনপির সন্ত্রাস

বিশেষ প্রতিনিধি ॥ ২০তম জাতীয় সম্মেলনে ডিজিটাল ও প্রিন্ট প্রকাশনায় দেশের জঙ্গী তৎপরতায় বিএনপি-জামায়াত যে জড়িত রয়েছে, তা তুলে ধরবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুধু সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িত তাই নয়, তারা যে জঙ্গী তৎপরতা ও জঙ্গীদের মদদদাতা ও পৃষ্ঠপোষক তারও তথ্য-প্রমাণ নানা প্রকাশনার মাধ্যমে তুলে ধরবে দলটি। এ উপলক্ষে তৈরি করা হচ্ছে তথ্য-প্রমাণভিত্তিক অসংখ্য সিডি ও প্রমাণচিত্র। আর শহরের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সে বিষয়টি বজায় রেখে সম্মেলনের প্রচার-প্রচারণার জন্য ব্যানার-পোস্টার-ফেস্টুন লাগানোর নির্দেশ দিয়েছে দলটি। সোমবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান কমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ এমপি। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন নির্বাচনে ভূমিকা রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৯ সালের আগে নির্বাচনের কোন সুযোগ কিংবা সম্ভাবনা কোনটাই নেই। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবেই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব কাজ করবে। হাছান মাহমুদ বলেছেন, রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণের বিষয়ে ইউনেস্কো যে প্রতিবেদন দিয়েছে সেটি এ প্রকল্প বিরোধী আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত। প্রতিবেদনে যে কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে তা পড়ে আমরা অবাক হয়েছি এবং বিষয়গুলো হাস্যকরও বটে। তবে বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রতিবেদনের জবাব পেলে নিশ্চয়ই ইউনেস্কো আশ্বস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আলট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে রামপাল বিদ্যুতকেন্দ্র স্থাপন করা হবে। বিদ্যুতকেন্দ্র স্থাপন করার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা রয়েছে সেটি হলো, বনের দশ কিলোমিটারের মধ্যে করা যাবে না। অথচ এটি ১৪ কিলোমিটার দূরে স্থাপন করা হচ্ছে। সাবেক এই মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা আগুন সন্ত্রাস চালাতে না পেরে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে নানা মিথ্যাচার করছেন। আসলে প্রধানমন্ত্রীর সমালোচনা করাই বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। বিএনপির নেতাদের ডাকে এখন কর্মীদের খুঁজেই পাওয়া যায় না। বিএনপি নেত্রী তো দলের স্থায়ী কমিটির সভায় বলেছিলেন, তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারের জঙ্গীবাদ মোকাবেলার প্রশংসা করছে। আর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতারকৃত ও নিহতরা জঙ্গী কিনা সে বিষয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় জঙ্গীদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। হাছান মাহমুদ জানান, আগামী ১ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের পঞ্চম সেমিনার অনুষ্ঠিত হবে। সামাজিক ও স্বাস্থ্য খাত এবং খাদ্য নিরাপত্তায় বর্তমান সরকারের সফলতা নিয়ে এ সেমিনারে আলোচনা করা হবে। এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক এইচটি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, এ্যাডভোকেট সানজিদা খাতুন এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের সদস্য মারুফা আক্তার পপি, শাহ মোস্তফা আলমগীর, আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
×