ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

অবশেষে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অবশেষে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। গত ৮ আগস্ট চুয়াডাঙ্গার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বোর্ডে এসে কম্পিউটার শাখার ওই কর্মকর্তার কাছে শ্লীলতাহানির শিকার হন। এ নিয়ে তিনি লিখিত অভিযোগ করেন। গত রবিবার অভিযোগ তদন্তে সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার ইকবালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। শিক্ষাবোর্ড বলছে, ‘অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ জানা যায়, গত ৮ আগস্ট প্রশ্ন ব্যাংক সংক্রান্ত ট্রেনিংয়ে অংশ নিতে যশোর শিক্ষাবোর্ডে আসেন অভিযোগকারী ওই শিক্ষিকা। প্রশ্ন আপলোডের বিষয়ে জানতে তিনি কম্পিউটার প্রোগ্রামার হাবিবুর রহমানের কক্ষে যান। এ সময় হাবিবুর রহমান ওই শিক্ষিকার গায়ে হাত, অনৈতিক প্রস্তাব ও তার বাসায় থাকার জন্য বলেন। এর প্রতিকার চেয়ে শিক্ষিকা ৩০ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার ২৭ দিন পর তদন্ত কমিটি গঠন করা হয়। সূত্র মতে, শিক্ষিকার শ্লীলতাহানির বিষয়টি ফাইলবন্দী করে হাবিবুর রহমানকে রক্ষার জন্য বোর্ডের একটি চক্র তৎপর ছিল। এজন্য ২৭ দিন পর্যন্ত বোর্ড কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি পেটা নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ সেপ্টেম্বর ॥ বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান (২৬) নামের এক যুবককে হাতুড়ি পেটা করে হাত ও পা ভেঙ্গে দিয়েছে একটি বেসরকারী বিশ^দিবদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ‘সিটি ইউনিভার্সিটি’র সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ওইদিন রাতে খাগান এলাকায় নিজ বাড়ি থেকে রায়হানকে কৌশলে ওই বিশ^বিদ্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী তাকে ডেকে আনে এবং হাতুড়ি পেটা করে তার ডান হাত ও ডাত পা ভেঙ্গে দেয়। এ সময় তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এলে ওই শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে সাভার এনাম মেডিক্যালে ভর্তি করে। রায়হান কয়েক মাস আগে সিটি ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ার পাস করে। সে চাঁপাইনবাবগঞ্জের সদর থানার ১নং কলোনি গ্রামের ইমদাদুল হকের ছেলে ও খাগান এলাকার টিপুর বাসায় ভাড়া থাকে। ক্রীড়াবিদদের মানববন্ধন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ক্রীড়ামোদি ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এ সময় জেলার ক্রীড়া সংগঠক তরুণ কুমার ভট্টাচার্জীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ও শতরুপা চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শানে আলম, সহসাধারণ সম্পাদক নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক আবু দাউদ, আজিম উল হক প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে জুয়েল চাকমার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত রবিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স এলাকায় সাঁতার প্রতিযোগিতা আয়োজনে গাফিলাতির অভিযোগ তুলে স্থানীয় ক্রীড়া সংস্থার ওপর চড়াও হন নৌবাহিনীর লে. কমান্ডার এস এম মাহমুদুর রহমানসহ অন্য অফিসাররা। কথাকাটাকাটির একপর্যায়ে তারা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে মারধর করেন। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ সেপ্টেম্বর ॥ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা সোমবার নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। ‘নেত্রকোনা সাংবাদিক সমাজ’ ব্যানারে বেলা ১১টা থেকে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বর্তমান যুগ্ম সম্পাদক আলপনা বেগম, একেএম আব্দুল্লাহ, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঁইয়া প্রমুখ। বক্তারা ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা এবং ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। জানা গেছে, গত শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে কমিটি ঘোষণা নিয়ে ব্যাপক হৈ চৈ, হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি হয়। এ সময় কর্তব্যরত সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। সাভারে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় বাসের সকল যাত্রীকে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। বাধা দেয়ায় ডাকাতরা অন্তত ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। সোমবার ভোরে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। অপরদিকে এদিন ভোর রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর.কমের সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুকের তালাবদ্ধ বাসায় দুর্বৃত্তরা হানা দিয়ে ৭ ভরির স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। নড়াইলে হামলার শিকার যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৬ সেপ্টেম্বর ॥ লোহাগড়ায় জিয়াউল হাসান (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে একই গ্রামের কয়েক দুর্বৃত্ত। রবিবার রাত সাড়ে নয়টার দিকে তার ওপর হামলা হওয়ার পর গভীর রাতে যশোরে আনার পথে জিয়াউলের মৃত্যু হয়। নিহত জিয়াউল হাসান লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের হাশেম মোল্লার ছেলে। পুলিশ জানায়, জিয়াউল রাতে শিয়রবর বাজারে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। দুর্বৃত্তরা তার সারা শরীরে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় জিয়াউলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয় রাত পৌনে দুইটার দিকে। তবে তার আগেই তিনি মারা যান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে মোবাইল ফোনের সূত্র ধরে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা জেলার চকরিয়া ইসলামনগর থেকে উদ্ধার করেছে। এ সময় চকরিয়া উত্তর লুটনী কাকরার সফর আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া শিশু মাইনুল ইসলাম মোত্তাকীন (৬) চট্টগ্রাম ডবলমুরিং থানার কাজীবাড়ি, আসকারবাদ বাইলেইন এলাকার কাজী আলহাজ ইউসুফ চৌধুরীর পুত্র। মোটরসাইকেল জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভারত থেকে চোরাইপথে দেশে পাচারের সময় সীমান্ত এলাকা থেকে দু’টি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। সোমবার সকালে চরমাজারদিয়ার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অধিনায়ক লে, কর্নেল শাহজাহান সিরাজ। বিদ্যুতস্পৃষ্টে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ সেপ্টেম্বর ॥ পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরু টেংরা গ্রামে রবিবার রাত সাড়ে ৯টায় বিদ্যুতস্পৃষ্টে আকিনুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। জানা যায়, রবিবার সন্ধ্যার সময় বাড়িতে আকিনুর বিদ্যুতের লাইন ঠিক করছিল। এ সময় বাড়িতে বিদ্যুত ছিল না। কিন্তু হঠাৎ করে বিদ্যুত আসলে সে ঘটনাস্থলেই বিদ্যুতস্পৃষ্টে হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সে মারা যায়। বসতবাড়ি রক্ষায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ হিন্দুু সম্প্রদায়ের বসতবাড়ি রক্ষায় মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনকারীরা জানায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৮টি পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন নামের এক ভূমিদস্যু। তাদের বসতবাড়ি দখলকে কেন্দ্র প্রায় প্রতিদিনই এসব হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামালা নারী-শিশুদের নির্যাতন চালাচ্ছে স্থানীয় সাহাবুদ্দিন মেম্বার। এ বিষয়ে থানায় অভিযোগ করেও লাভ হচ্ছে না। সরকার প্রভাবশালী সাহাবুদ্দিন মেম্বারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার মাধ্যমে হিন্দু পরিবারগুলো বসতবাড়ি রক্ষায় এগিয়ে আসবেন এমন দাবি জানান তারা। নিখোঁজ ছাত্রীর সন্ধান মেলেনি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গত আড়াই মাসেও নিখোঁজ মাদ্রাসা ছাত্রী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লার কন্যা হালিমা খানমের (১৪) সন্ধান মেলেনি। মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা জানান, তার মেয়ে হালিমা বরিশাল নগরীর রূপাতলী মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়াশুনা করে। গত রমজানের ঈদের ছুটিতে হালিমা বাড়িতে বেড়াতে আসে। ঈদের দুইদিন আগে হালিমা রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্কুলছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ সেপ্টেম্বর ॥ শেরপুরে হাবিবুর রহমান (১২) নামে এক স্কুলছাত্রকে শ্রেণীকক্ষে পিটিয়ে রক্তাক্ত করেছে শিক্ষক। সোমবার সকালে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীতে ওই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী হাবিবুর রহমান জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে পার্থ দত্ত নামে ওই খ-কালীন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। নিয়োগ কর্তৃপক্ষ বলছে, তাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া এলাকার মৃত আলহাজ উদ্দিনের ছেলে ও সরকারী ভিক্টোরিয়া একাডেমীর সপ্তম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমানকে লেখাপড়ায় অমনোযোগী ও শিক্ষকের সঙ্গে বেয়াদবির কারণে সোমবার সকাল ১০টার দিকে বিজ্ঞান ক্লাস চলাকালে সহকারী শিক্ষক পার্থ দত্ত রাগান্বিত হয়ে স্টিলের স্কেল দিয়ে উপর্যুপরি পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় শিক্ষার্থী হাবিবুর রহমান শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গিয়ে শহরের বটতলা এলাকায় চাচা সারোয়ার জাহানকে জানালে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করেন। কিন্তু ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণের আশ্বাস না পেয়ে আহত হাবিবুর রহমানকে নিয়ে তার চাচা ফেরত যাবার সময় সহপাঠীরা ক্লাস থেকে বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে আহত হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের কার্যালয়ে গিয়ে অবহিত করলে তিনি তাকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন। গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ সেপ্টেম্বর ॥ গোবিন্দগঞ্জ উপজেলা মোটর মালিক ও শ্রমিকের অবৈধ দাবির প্রতিবাদে সোমবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের নেতাকর্মীরা। দুই ঘণ্টাব্যাপী জেলা শহরের বাস টার্মিনাল ও ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী সদরে এ সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়। ফলে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ সময় এ রুটে উত্তরাঞ্চলের ৮ জেলার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এ অবরোধ কর্মসূচীর ঘোষণা দিলে পুলিশ প্রশাসনের আশ্বাসে তখন অবরোধ তুলে নেয় মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। কিন্তু সোমবার সকালে আবারও গোবিন্দগঞ্জে বিভিন্ন গাড়ি আটকিয়ে বেপরোয়া চাঁদা আদায় করেন গোবিন্দগঞ্জ মোটর মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। এরই প্রতিবাদ গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ এবং ধর্মঘটের ঘোষণা দেন। আরিফুল হক হাসপাতালে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার দুপুরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী শ্যামা হক জানান, রবিবার রাত ৯টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আরিফুল হক বুকে ব্যথা অনুভব করেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটের আসামি আরিফুল হক চৌধুরী ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। বরিশালে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রুইতারপাড় এলাকায় রবিবার রাত দুইটার দিকে পুলিশের বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ফরিদ খান ওরফে খোকন ডাকাত (৩৫) নিহত হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। জানা গেছে, খোকন ডাকাত মহিষপুর এলাকার জাবেদ আলী খানের ছেলে। তার নামে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। সোমবার সকালে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর নিহত খোকন ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ফরিদ খান ওরফে খোকন ডাকাতকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে রুইতারপাড় এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে নামে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওসি হত্যা মামলার ১২১ আসামি কারাগারে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নজরুল ইসলাম ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার ১২১ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অটোরিক্সা স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসি মোস্তাফিজুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যান ওসি মোস্তাফিজ। বজ্রপাতে জেলের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ সোনারগাঁ উপজেলার চরতালিমাবাদ গ্রামে বজ্রপাতে লুক্কু মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে চরপাড়া বিলে। জানা গেছে, লুক্কু মিয়া সোমবার দুপুরে চরপাড়া বিলে মাছ ধরতে যায়। এ সময় হঠ্যৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিল্প সমবায় সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের চেয়ারম্যান জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। সাবেক শিবিরকর্মী জহুরুল এক সময় জামায়াতের ওয়ার্ড কমিটির সভাপতির দায়িত্বে ছিল। সে বগুড়ায় জামায়াত শিবিরের অন্যতম অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আনোয়ারুল হক বাদী হয়ে অসাধু ও অসঙ্গতিপূর্ণভাবে মোট ৩ কোটি ২০ লাখ টাকা অর্জন ও ভোগদখল করায় বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। জানা যায়, জহুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার পর দুুদক প্রয়োজনীয় অনুসন্ধান করে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। সম্পদ বিবরণী দাখিলের পর দুদক তা যাচাই বাছাই ও অনুসন্ধান করে। এতে তথ্য গোপন, মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে জহুরুল ইসলামের বিরুদ্ধে ২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনসহ বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৩ কোটি ২০ লাখ ৮৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর- অস্থাবর সম্পদ অর্জনের দায়ে মামলা দায়ের করা হয়। ৬ জিম্মি উদ্ধার, অস্ত্রসহ বনদস্যু গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যুদের হাতে জিম্মি ৬ জেলেকে উদ্ধার করেছে র‌্যাব- ৬ খুলনার সদস্যরা। অভিযানকালে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলিসহ বনদস্যু সাগর বাহিনীর সদস্য মোঃ শাজাহান মোল্লাকে (৪০) আটক করা হয়েছে। গ্রেফতারকৃত বনদস্যু খুলনার দাকোপ উপজেলার কালাবগি এলাকার মৃত কাউসার মোল্লার ছেলে। সোমবার দুপুরে নগরীর লবণচরার র‌্যাব কার্যালয়ে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার র‌্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে খুলনা জেলার দাকোপ থানাধীন মারকি খাল, মাঝাফুটো, কালাবগি ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বনদস্যুদের ব্যবহৃত একটি পয়েন্ট ২২ বোর কাটা রাইফেল, ১টি বন্দুক, ১টি দেশী শাটার গান, ১টি রামদা, ২৪ রাউন্ড শটগানের গুলি, এমটি কার্টিজ- ৪টি, অপহৃত ছয় জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দাকোপ থানায় দু’টি মামলা দায়ের হয়েছে। ৪ প্রাইমারি ও শিক্ষা অফিস ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জ উপজেলায় ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার ভবনগুলো উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। সকাল ১০টায় আমবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৫ তলা ভবন উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে দোলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর বাঘাশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাকিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ আহ্বায়ক ফারুক হোসেন মিঠু প্রমুখ।
×