ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নর্থ সাউথ ভার্সিটিতে ফার্মাসিস্ট দিবস পালন

প্রকাশিত: ০৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

নর্থ সাউথ ভার্সিটিতে ফার্মাসিস্ট দিবস পালন

ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘ফার্মাসিস্ট : আপনার সেবায় নিয়োজিত’। দিবসটি উপলক্ষে ফার্মেসি বিভাগ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে অংশ নেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান এবং উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন হেল্থ এ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাসান মাহমুদ রেজা। উপাচার্য আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবার মাধ্যমে রোগমুক্ত উন্নত জীবন যাত্রায় ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। -বিজ্ঞপ্তি। ‘ক্যামেরার চোখে সুন্দরবন’ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘ক্যামেরার চোখে সুন্দরবন’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সোমবার সকালে খুলনা বিভাগীয় জাদুঘরে শুরু হয়েছে। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ প্রদর্শনী আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত। প্রদর্শনীতে বাংলাদেশের ১১ জন ও বিদেশী ৫ জন আলোকচিত্রীর ৫৪টি ফটো প্রদর্শিত হচ্ছে। আলোকচিত্রীগণ হলেন- দেবব্রত রায়, ডিএম রেজা সোহাগ, গৌরাঙ্গ নন্দী, হাসান মেহেদী। বিনামূল্যে চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর ॥ এ সি আই মোটরস লিমিটেডের উদ্যোগে ফরিদপুর শহরের টেপাখোলা বেড়িবাঁধ সংলগ্ন মাঠে সোমবার দিনব্যাপী গাড়ি চালক ও মালিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও সোনালিকা ট্রাক্টর সার্ভিস ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেনের উদ্বোধন করেন এ সি আই মোটরস লিমিটেডের এ্যাসিটেন্ট ম্যানেজার (সার্ভিস) রাজিব সাহা। বরিশাল এরিয়ার সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ তাজনুর ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, এ সি আই মোটরস লিমিটেড ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, কাজী মাহমুদুল হাসান প্রমুখ।
×