ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ঘরে ঢুকে আওয়ামী লীগ কর্মীকে হত্যা

প্রকাশিত: ০৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় ঘরে ঢুকে আওয়ামী লীগ কর্মীকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ সেপ্টেম্বর ॥ টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে সৌদি ফেরত আওয়ামী লীগ কর্মী আব্দুল করিমকে ঘরে ঢুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার গভীর রাতে বুড়িচং উপজেলার পচোরা গ্রামের মালদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ-জনতা স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেন ও জামায়াত নেতা আবু তাহের মাস্টারসহ আটজনকে আটক করেছে। নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, টাকা লেনদেনের বিরোধের জের ধরে রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাচোরা গ্রামের বেলায়েত হোসেন বিল্লাল, জামায়াত নেতা আবু তাহের, সন্ত্রাসী নাজমুলসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা বুড়িচংয়ের পাচোরা গ্রামের মালদার বাড়ির সৌদি ফেরত আব্দুল করিমের ঘরে গভীর রাতে ঢুকে তাকে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ঘরের বাইরে তালা লাগিয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। বুড়িচং থানার পুলিশও ঘটনাস্থলে আসে। পুলিশ-জনতা বিএনপি নেতা বিল্লাল জামায়াত নেতা আবু তাহের মাস্টার সন্ত্রাসী নাজমুলসহ আট জনকে নিহত আ’লীগ কর্মী আব্দুল করিমের ঘর থেকে আটক করে। ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী রওশন আরা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শতভাগ সেবা দিতে প্রকৌশলীদের দায়িত্বশীল হতে হবে ॥ মেয়র স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রকৌশল বিভাগের ওপর নাগরিকসেবা বহুলাংশে নির্ভর করে। শতভাগ নাগরিক সেবার স্বার্থে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। জবাবদিহিতার ভিত্তিতে স্ব-স্ব ডিভিশনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সোমবার কর্পোরেশনের প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন। মেয়র বলেন, বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কসমূহকে সংস্কারের মাধ্যমে উপযোগী করে গড়ে তুলতে হবে। একে অপরের সঙ্গে কো-অপারেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করতে হবে। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডিপিপিসমূহের অগ্রগতি, প্রধান ও উপ-সড়কসমূহের উন্নয়ন, গ্রীন এ্যাপারেল জোন বাস্তবায়ন, আয়বর্ধক প্রকল্প স্থাপন, ঝুঁকিপূর্ণ ভবন পুনঃনির্মাণ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতসহ সেবাধর্মী অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচীর বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান প্রকৌশলী লে কর্নেল মহিউদ্দিন আহমেদ সভাতিত্ব করেন। গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে নিহতের স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে দ-প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামির নাম ফারুক হোসেন (৫১)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার জীবন ড্রাইভার ওরফে জেবন আলীর ছেলে। উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীর ভরানের তজিম শাহ্ মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রতœার সঙ্গে প্রায় ২০ বছর আগে ফারুকের বিয়ে হয়। তাদের সংসারে দু’টি মেয়ে ও একটি ছেলে রয়েছে। ফারুক মাদক সেবন করে প্রায়শঃ তার স্ত্রী রতœাকে মারপিট করত। ফারুক তার স্ত্রীর কাছে টাকা দাবি করে।
×