ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত সাত ॥ আহত আট

প্রকাশিত: ০৪:১৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত সাত ॥ আহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় নিহত হয়েছে সাতজন। আহতের সংখ্যা আট। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় বাসের চালকসহ তিনজন নিহত হয়েছে। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর জেলা সদর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের বাস মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। রাত ১০টার দিকে ওই বাসের চালক মোজাম্মেল হক (৩৬), হেলপার ওবায়দুল্লাাহ (৩৫) ও কনডাক্টর মিজান মিয়া (৩০) মহাসড়কের ওপর বাসটির মেরামত কাজ করছিলেন। রাত ১১টার দিকে পেছন দিক থেকে মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মোজাম্মেল হক সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে, ওবায়দুল্লাহ একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে, মিজান মিয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের জয়নুদ্দিনের ছেলে। গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ফরিদুল ইসলাম (৩০) নিহত এবং অপর আরোহী লিমন মিয়া আহত হয়েছেন। নিহত ফরিদুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী বানু মিয়ার ছেলে। সোমবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে সুবর্ণদহ গ্রামে আনোয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এলাকার লোকজন ঘাতক ট্রাক এবং চালক পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি গ্রামের গণেশ চন্দ্রকে আটক করে থানায় নিয়ে যায়। নড়াইল ॥ আউড়িয়া টোলঘর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানযাত্রী ওলিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওলিয়ারের বাড়ি সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভ্যানচালক শাহ আলম ও যাত্রী কালাম আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী যাত্রীবাহী বাস আউড়িয়া টোলঘর এলাকায় ভ্যানকে চাপা দেয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হালিম নামে লেগুনার চালক নিহত হয়েছে। এ ঘটনায় লেগুনার ৬ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জানা গেছে, রবিবার রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস যাত্রীবাহী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকসহ সাতজন আহত হয়। আহত লেগুনার চালক হালিমকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রাজশাহী ॥ সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় ইয়াসিন আলীর (৮০) মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইয়াসিন আলী নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া মহল্লার বাসিন্দা। স্থানীয়রা জানান, ইয়াসিন আলী রাস্তা পারাপারের সময় পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়।
×