ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে বিধি বহির্ভূত বিদ্যুত সংযোগ ॥ ঝুঁকি

প্রকাশিত: ০৪:১১, ২৭ সেপ্টেম্বর ২০১৬

যশোরে বিধি বহির্ভূত বিদ্যুত সংযোগ ॥ ঝুঁকি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ যশোর-২-এর কয়েক অসাধু কর্মকর্তা ও কর্মচারীর মধ্যস্থতায় বিধিবহির্ভূতভাবে যশোর সদরের ডাকাতিয়া এলাকায় বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। ওজোপাডিকোর খাম্বা থেকে সর্বোচ্চ এক শ’ ফুট দূরত্ব পর্যন্ত সংযোগ দেয়ার বিধি থাকলেও চার শ’ থেকে পাঁচ শ’ ফুট পর্যন্ত সংযোগ টেনে বাসাবাড়িতে দেয়া হয়েছে। এখানেই শেষ নয়, সংযোগ দাঁড়িয়ে আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে। পল্লী বিদ্যুতের খাম্বার উপর দিয়ে, কোথাও বাঁশের উপর দিয়ে কভারবিহীন তার টেনে দেয়া হয়েছে। বিধি মেনে সংযোগের বেলায় অফিসিয়াল ফি ও মিটার মিলিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হলেও এখানে সংযোগপ্রতি নেয়া হয়েছে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। ডাকাতিয়া এলাকার আলাউদ্দিন, মোস্তানসহ কয়েক দালালের মাধ্যমে লাইনম্যান বদিয়ার রহমান অনৈতিক সংযোগ দেয়ার কাজ করেছেন বলে অভিযোগ। একাধিক সূত্র জানিয়েছে, বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগ যশোর-২-এর নওদাগাঁ ফিডারের খাম্বা থেকে সংযোগ টেনে ডাকাতিয়া এলাকার অর্ধশত বাসাবাড়িতে বিদ্যুত দেয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, বিদ্যুত অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, লাইনম্যান এবং আরও এক অফিসার খাতা-কলমে বিধি ঠিক রেখে সংযোগ দেয়ার ব্যাপারে অফিসকে ভাল রিপোর্ট দিয়েছে। অথচ মজার ব্যাপার হলো- অফিসে জমা দেয়া কাগজপত্রে ওজোপাডিকোর নিয়ম-বিধি বহাল থাকলেও মাঠপর্যায়ে বিস্তর ফারাক। সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ সেপ্টেম্বর ॥ সৎ বাবার বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার সকালে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকায় জনৈক সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনাা ঘটে। জানা গেছে, শুক্রবার বিকেলে ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (১৯) ঘরের ভেতরে ধর্ষণ করে সৎ বাবা অটোরিক্সা চালক। ওই প্রতিবন্ধী তরুণীকে সোমবার সকালে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।
×