ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

কুদ্দুস গাজীর সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ০৪:১১, ২৭ সেপ্টেম্বর ২০১৬

কুদ্দুস গাজীর সন্ধান চায় পরিবার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসার সময় জেলগেট থেকে আটকের পাঁচ দিন পরও খোঁজ মেলেনি কুদ্দুস গাজীর। থানায় জিডিও নেয়নি পুলিশ। এমন অভিযোগ এনে সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে কুদ্দুস গাজীর পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুদ্দুস গাজীর মেয়ে হাফিজা বেগম। এতে তিনি উল্লেখ করেন যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে কুদ্দুস গাজী। তার বাবার নামে থানায় কোন মামলা ছিল না। সহজ-সরল জীবনযাপন করেন তিনি। হঠাৎ গত ৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৫০মিনিটে যশোরের জামরুলতলা থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাকে অস্ত্র মামলা দিয়ে জেলখানায় পাঠায়। জামিন হওয়ায় গত ২২ সেপ্টেম্বর জেল থেকে মুক্তি পান তিনি। জেল গেটে আসা মাত্র সাদাপোশাকধারী চার পুলিশ তাকে আবারও আটক করে এবং থানায় নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু তারা বাবাকে থানায় না নিয়ে অন্য কোথাও রাখা হয়েছে। যে কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাফিজা বেগম আরও বলেন, জেল গেট থেকে আটকের পর কুদ্দুস গাজী তাকে সাত হাজার টাকা নিয়ে থানায় যেতে বলেন। কিন্তু পরিবারের লোকজন থানায় গিয়ে তাকে না পেয়ে সকল প্রশাসনিক অফিসে খোঁজ নেন। কিন্তু কোন খোঁজ এখনও মেলেনি। বাবার সন্ধান না পেয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেনি। এ অবস্থায় কুদ্দুস গাজীর সন্ধান পেতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুদ্দুস গাজীর স্ত্রী মিনা বেগম, পুত্রবধূ সাবিনা, মল্লিকা ও বোন হাজেরা প্রমুখ। শিশু নির্যাতন প্রতিরোধ দাবি নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৬ সেপ্টেম্বর ॥ বাল্যবিবাহ ও শিশুদের ওপর নানা নির্যাতনের প্রতিরোধে জয়পুরহাটে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) সোমবার সাংবাদিক সম্মেলন করে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ফারজানা আক্তার লাবণী। সাংবাদিক সম্মেলনে এনসিটিএফের কার্যবিবরণী ছাড়াও জয়পুরহাটে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি বাল্যবিবাহ ও স্কুল শিক্ষক কর্তৃক দুটি শিশু শিক্ষার্থী যৌন হয়রানির শিকারের বিষয়ে আলোচনা করা হয়। জঙ্গীবিরোধী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৬ সেপ্টেম্বর ॥ পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। সোমবার সকাল ১০টায় শহরে টাউন ক্লাব সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিকদার হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, এম এ রব্বানী, সাবেক জেলা কমান্ডার গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা ডাঃ তপন বসু, শহিদুল আলম মন্টু, আব্দুর রাজ্জাক মোল্লা।
×