ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবি’র দুই রোভারের হেঁটে দেড় শ’ কিমি পরিভ্রমণ

প্রকাশিত: ০৪:১০, ২৭ সেপ্টেম্বর ২০১৬

চবি’র দুই রোভারের হেঁটে দেড় শ’ কিমি পরিভ্রমণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট’ অর্জনের লক্ষ্যে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ সম্পন্ন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই রোভার। তারা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র রোভার আবু ছায়েম মাসুম এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অনার্স ৩য় বর্ষের ছাত্র রোভার মুহাম্মদ ফারুক আজম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কক্সবাজার পর্যন্ত ৫ দিন ধরে হেঁটে তারা এই দূরত্ব অতিক্রম করেন। চবির এই দুই রোভার দীর্ঘ পরিভ্রমণ শেষে রবিবার উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন ও উপ-পরিচালক হাবিবুর রহমান জালাল, অফিসার সমিতির সভাপতি একেএম মাহফুজুল হক, ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন ও উপাচার্য দফতরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরিভ্রমণের সময় স্কাউটরা সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে নিরাপদ সমাজ চাই, বাল্যবিয়ে রোধ, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, এসো রোভারিং করি, মাদকমুক্ত বাংলাদেশ চাই, পরিবেশ দূষণমুক্ত বাংলাদেশ চাই ইত্যাদি সেøাগান সম্বলিত প্যাকার্ডসহ বিভিন্ন বিষয়ে গণমানুষের সঙ্গে কথা বলেন এবং স্কুলগামী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের সঙ্গে চট্টগ্রাম কলেজের ২ জন রোভার স্কাউটও ছিলেন। চট্টগ্রামে পুলিশী অভিযানে গ্রেফতার ৬৭ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযান ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ৬৭ আসামিকে। সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। এদিকে, ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ট্রাফিক বিভাগের অভিযানে আটক হয়েছে ৮৫টি যানবাহন। এদিন মোট ৭৫৫টি মামলা দায়ের হয়েছে। বিভিন্ন পয়েন্টে যানবাহন থামিয়ে পরীক্ষা করা হয় কাগজপত্র। যে সমস্ত যানবাহন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
×