ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিবিসির ইংরেজী শিক্ষক পরিচয়ে প্রতারণা ॥ মালসহ চম্পট

প্রকাশিত: ০৪:১০, ২৭ সেপ্টেম্বর ২০১৬

বিবিসির ইংরেজী শিক্ষক পরিচয়ে প্রতারণা ॥ মালসহ চম্পট

ডি. এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ ইংরেজী শিক্ষা দেয়ার মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষ করার আড়ালে প্রতারণার ফাঁদ পেতে বেশ কটি প্রতিষ্ঠানের মূল্যবান সামগ্রী ও একাধিক বাসাবাড়ির টাকা, পয়সা, গয়নাগাটি নিয়ে পালিয়েছে এক প্রতারক। এই নিয়ে সদর থানায় ডায়েরি হলেও অন্যরা ঝামেলা এড়াতে বিষয়টি চেপে গেছে। এই প্রতারকের নাম এএসএম জুবায়ের, পিতা-মতিউর রহমান, ভূরুলিয়া পশ্চিম (ডুয়েট গেট)। অনেকের ধারণা এটিও তার সঠিক নাম নয়। গাজীপুর জেলায় তার বাড়ি বলে যে ঠিকানা দিয়েছে তার ঠিক নয় বলে মনে করা হচ্ছে। আসলে এই যুবক কে? সেকি কোন জঙ্গী গোষ্ঠীর দক্ষ সদস্য। ইংরেজী শিক্ষা দানের আড়ালে সদস্য ও অর্থ সংগ্রহ মূল উদ্দেশ্য কিনা তা কেউ বলতে পারছে না। সে নিজেকে বিবিসি ইংরেজী শিক্ষা দানের শিক্ষক পরিচয়ে বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে প্রবেশ করে বিনা পারিশ্রমিকে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে বা কোন বাসাবাড়িতে আশ্রয় নিয়ে সুযোগ সুবিধামতো সেই বাড়ির মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে যাওয়াটা হলো তার প্রধান কাজ। তার আচার আচরণ দিয়ে, মিষ্টি ভাষা প্রয়োগ করে প্রথমেই কোন প্রথমসারির সমাজসেবক বা রাজনৈতিক কর্মীর মাধ্যমে নিজেকে বিবিসির ইংরেজী শিক্ষা লার্নিং বিভাগের শিক্ষক পরিচয়ে পারিশ্রমিক না নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খ-কালীন ইংরেজী শিক্ষা দেয়া শুরু করে। এই মেয়াদ তিন মাসের বেশি নয়। এর মধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে এক ঝাঁক তরুণ শিক্ষার্থীকে বশীভূত করে তাদের মাধ্যমে অন্য স্কুলে গিয়ে ওঠে। বছর খানেক আগে এই শহরে প্রতারক একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পাঠদান করে সর্বশেষ কিন্টারগার্ডেন স্কুল ও শহরের একটি কোচিং সেন্টারে। প্রতিষ্ঠানটির অবস্থান দোতালা বিশাল বাড়িতে। রেসিডেন্স কাম স্কুল ও কোচিং সেন্টারটিতে ঢুকে কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানের মালিককে বশ করে ফেলে। পরে একদিন সুযোগ বুঝে পরিবারটির অনুপস্থিতিতে আলমিরা, বাক্স, তালা ভেঙ্গে একাধিক ল্যাপটপ, অলঙ্কার, নগদ টাকা পয়সা, মাল্টি মিডিয়া সামগ্রী নিয়ে চম্পট দেয়। যা সব মিলিয়ে ছয় লাখের কাছাকাছি। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রতারককে আটকের চেষ্টা চলছে।
×