ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিটগো লুব্রিকেন্টসের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মিটগো লুব্রিকেন্টসের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রের শতবর্ষী লুব্রিকেন্টস কোম্পানি সিটগো লুব্রিকেন্টস। রবিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়, এটি যুক্তরাষ্ট্রের শত বছরের ঐতিহ্যবাহী লুব্রিকেন্টস কোম্পানি। বিশ্বের পঞ্চান্নটির বেশি দেশে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। দুই শ’ বেশি টার্মিনাল থেকে প্রতিষ্ঠানটির লুব্রিকেন্টস সরবরাহ করা হয়। সংশ্লিষ্টদের দাবি, বেসরকারী খাত এগিয়ে আসায় উন্নতমানের লুব্রিকেন্টেসের সঙ্গে নিম্নমানের লুব্রিকেন্টসও বাজারে প্রবেশ করছে। তবে তাদের প্রতিষ্ঠানের লুব্রিকেন্টস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সুনামের সঙ্গে ব্যবসা করতে চায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের এমডি নূর আলী, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের অর্থনৈতিক অফিসার এ্যাডওয়ার্ড গার্সিয়া, মুভ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস ও প্রতিষ্ঠানটির এমডি গোলাম মোস্তফা। ইউবিএসপি তহবিলের আবেদন ১৯ অক্টোবরের মধ্যে পোশাক কারখানার ভবন নির্মাণ ও সংস্কারের সহায়তার ল্েয আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট (ইউবিএসপি) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিল চালু করছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে অর্থ নিয়ে গ্রাহকদের ঋণ দিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। ওই নির্দেশনায় জানানো হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা এবং চট্টগ্রাম সিটির তৈরি পোশাক কারখানার ভবন নিরাপদ করতে ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’-এ স্বল্প ও দীর্ঘ মেয়াদী অর্থায়ন করা হবে। এতে সহায়তা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। -অর্থনৈতিক রিপোর্টার ঝিনাইদহে ৫৪৭ টন সার গায়েব ঝিনাইদহে উধাও হয়ে গেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ৫৪৭ মেট্রিক টন ইউরিয়া সার। এর আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা। তবে সার গায়েব হওয়া নিয়ে কোন তথ্য নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। ইতোমধ্যে এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ঝিনাইদহের বাফার সার গুদামে মজুদ ও ডেলিভারি প্রক্রিয়ার মধ্যেই উধাও হয়ে যাচ্ছে বিসিআইসিয়ের ইউরিয়া সার। যার সত্যতা মিলেছে ঢাকা থেকে মজুদকৃত সারের পরিমাণ যাচাই করতে আসা প্রতিনিধি দলের রিপোর্টে। এ অবস্থায় গোডাউনের সাবেক ইনচার্জ ও তার সহকারীর বিরুদ্ধে চোরাই পথে সার বিক্রির অভিযোগ করেছেন ডিলাররা। আর ঘটনার সত্যতা স্বীকার করলেন বাফার সার গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। -অর্থনৈতিক রিপোর্টার
×