ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরডি ফুডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:০৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬

আরডি ফুডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত সময়ে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। এর মধ্যে সর্বশেষ ৬ মাসে ইপিএস হয়েছে ৩১ পয়সা। আগামী ৩ নবেম্বর, ২০১৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর। -অর্থনৈতিক রিপোর্টার অনুমোদিত মূলধন বাড়াবে ফার কেমিক্যাল ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত অনুমোদিত মূলধন বাড়াবে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়ার জন্য আগামী ১৪ নবেম্বর বিশেষ সাধরণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ফার কেমিক্যালের ইজিএম ১৪ নবেম্বর বেলা ১১টায় কুমিল্লার বীর চন্দ্রনগর গনো পাঠাগার এ্যান্ড নগর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×