ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ

প্রকাশিত: ০৪:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ

সিরিয়ার আলেপ্পো শহরে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রবিবার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে কোন সিদ্ধান্ত হয়নি এবং কোন ঘোষণাও দেয়া হয়নি। এমনকি কূটনৈতিক পর্যায়ের পররর্তী বৈঠকের বিষয়টিও অস্পষ্ট রয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মাধ্যমেই শেষ হয় বৈঠক। খবর ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি ও এএফপির। বৈঠকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, রুশ ও সিরীয় বাহিনী গত ৭২ ঘণ্টায় ১৫০ দফা বিমান হামলা চালিয়েছে। জাতিসংঘ বলেছে, বিমান হামলায় হাসপাতাল, জরুরী সেবা কেন্দ্র, একটি স্কুল ও বেসামরিক নাগরিকদের বাড়িঘর বিধ্বস্ত ও ২১৩ জন নিহত হয়েছে। আলেপ্পো শহরে রাশিয়ার এই বোমা হামলাকে ‘বর্বরতা’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন বলেছে, রাশিয়া সিরিয়ায় যা করছে তা যুদ্ধাপরাধ। অন্যদিকে রাশিয়া বলেছে, সিরীয় বাহিনী যতটা সম্ভব সাধারণ নাগরিকদের ক্ষয়-ক্ষতি কমিয়ে আলেপ্পো থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করার চেষ্টা করছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার বলেন, রাশিয়া সিরিয়া অভিযান নিয়ে নিরাপত্তা পরিষদকে ডাহা মিথ্যা বলেছে। সিরিয়ায় রাশিয়ার পৃষ্ঠপোষকতা ও কর্মকা- সন্ত্রাসবিরোধী নয়, বরং বর্বরতা। শান্তি প্রচেষ্টার পরিবর্তে রাশিয়া ও আসাদ যুদ্ধ করে যাচ্ছে। রুশ দূত ভিতালি চুরকিন নিরাপত্তা পরিষদকে অবশ্য সিরিয়ায় হামলায় রুশ বাহিনীর জড়িত থাকার কথা বলেননি। তবে তিনি বলেন, সিরিয়ায় শত শত সশস্ত্র গ্রুপ অস্ত্র পাচ্ছে, দেশটিতে নির্বিচারে বোমা ফেলা হচ্ছে এবং এ কারণে শান্তি ফিরিয়ে আনা এখন প্রায় অসম্ভব কাজ। ব্রিটেনের জাতিসংঘ বিষয়ক দূত ম্যাথিউ রাইক্রফট নিরাপত্তা পরিষদে বলেন, রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটনে সিরীয় সরকারের অংশীদার হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত সিরীয় দূত ইব্রাহিম জাফরি নিরাপত্তা পরিষদে বক্তব্য দেয়া শুরু করলে সামান্থা, রাইক্রফট ও ফরাসী দূত ফ্রাঁসোয়া দেলাত্রি বৈঠক থেকে ওয়াকআউট করেন। সিরিয়ার দুর্দশা থেকে সাময়িক পরিত্রাণের বিষয়ে বৈঠকে কোন মতৈক্যে আসতে পারেনি বিশ্ব নেতৃবৃন্দ।
×