ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনমোহনকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

প্রকাশিত: ০৪:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মনমোহনকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার তার পূর্বসূরি মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। মোদি সোমবার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলেন এবং তার ৮৩তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান। এক টুইটার বার্তায় তিনি বলেন, ড. মনমোহন সিংকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বর তার সহায় হোন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। মনমোহন সিং ২০০৪-২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানের গাহ এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। -বাসস ডিজনিকে টেক্কা, ওয়ান্দার দ্বিতীয় পার্ক চীনের বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান দালিয়ান ওয়ান্দা দেশটিতে শনিবার তাদের দ্বিতীয় থিম পার্ক চালু করেছে। প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনিকে টেক্কা দিয়ে ২০২০ সালের মধ্যে চীনজুড়ে আরও ২০টির বেশি থিম পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ডিজনি চলতি বছরের জুন মাসে সাংহাইতে এবং মে মাসে নানচ্যাংয়ে ওয়ান্দা তাদের প্রথম থিম পার্ক খুলে দেয়। -বিবিসি শিশুর বুদ্ধি বিকাশের অন্তরায়... আলমারির কোণা, রান্নাঘরের তাক, পড়ার টেবিলে জমে থাকা সামান্য ময়লাই ক্যান্সারসহ গুরুতর ব্যাধির কারণ হতে পারে, প্রভাব ফেলতে পারে সন্তানের মস্তিষ্কে এবং অন্তরায় হতে পারে শিশুর বুদ্ধি বিকাশে। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা কিছু শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও বাড়ির পরিবেশ খতিয়ে দেখে বলেন, জমে থাকা ধুলো-ময়লা থেকে ক্ষতিকারক রাসায়নিক শিশুর শরীরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়। যার ফলে ধীরে ধীরে বাচ্চাদের ‘ইমিউনিটি’ কমতে থাকে। -গার্ডিয়ান
×