ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মূলধন ঘাটতিতে রয়েছে ৯ ব্যাংক

প্রকাশিত: ০২:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

মূলধন ঘাটতিতে রয়েছে ৯ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েকটি ব্যাংক মূলধন ঘাটতির তালিকা থেকে বের হতে পারছে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বারবার তাগিদ দিলেও তা কাজে আসছে না। চলতি বছরের জুন শেষে ৯ ব্যাংক এ মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। এ তালিকায় রয়েছে সরকারি মালিকানাধিন ৭টি ও বেসরকারি খাতের ২টি ব্যাংক। এতে সার্বিক ব্যাংকিং খাতেও সামান্য মূলধন ঘাটতি দেখা দিয়েছে। জানা গেছে, যেকোনো ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। প্রতি ত্রৈমাসিকে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) হিসাব করে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকা, এর মধ্যে যেটি বেশি তার ভিত্তিতে মূলধন পর্যাপ্ততার অনুপাত নির্ধারণ করা হয়। ঝুঁকিভিত্তিক সম্পদ হিসাবে ঋণ, বাজার ও পরিচালন ঝুঁকিগুলোকে বিবেচনায় নেয়া হয়।
×