ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কুল অবরুদ্ধ করে রাখা সেই ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ০২:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬

স্কুল অবরুদ্ধ করে রাখা সেই ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় ঠিকাদারের কাছে টাকা পাওয়ার দাবি করে গাংগাটিয়া গ্রামে স্পেনের একটি সংস্থার আর্থিক সহযোগিতায় চলা এডুকো শিক্ষালয় তালা দিয়ে প্রায় দেড় মাস স্কুল অবরুদ্ধ করে রাখা হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রফিকুল ইসলামকে সোমবার দুপুরে হবিরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুদক। পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া গ্রামে স্পেনের একটি সংস্থার আর্থিক সহযোগিতায় চলা এডুকো শিক্ষালয় নামের একটি স্কুলের নতুন ভবন গত ১০ আগস্ট উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু স্কুল ভবন নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে ইট ও বালু বিক্রির টাকা পাওয়ার কথা বলে হবিরবাড়ি ইউনয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম স্কুলের নতুন ভবনে তালা ঝুলিয়ে দেয়। তাঁকে উপজেলা প্রশাসন থেকে একাধিকবার মৌখিক ভাবে বলার পর রফিকুল তালা খুলে দেননি। পরে গত বৃহস্পতিবার ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার স্কুলে গিয়ে তালা খুলে স্কুলটি উদ্ধার করেন। গত শুক্রবার এ নিয়ে জনকন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আজ সোমবার স্কুলে তালা দিয়ে রাখার অভিযোগে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুদক। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার বলেন, স্কুল অবরুদ্ধ করে রাখার অভিযোগ দুদক ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
×