ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর চিঠি হাতে পেলো শিক্ষার্থী শীর্ষেন্দু

প্রকাশিত: ০০:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর চিঠি হাতে পেলো শিক্ষার্থী শীর্ষেন্দু

মোখলেছুর রহমান, পটুয়াখালী ॥ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর চিঠি তুলে দিলেন পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসের হাতে। আজ সোমবার দুপুর ১ টায় স্কুলের হল রুমে এ চিঠি তুলে দেয়া হয়। এ সময় শীর্ষেন্দুর মা শীলা রাণী সন্নামত ও তার দাদু বীর মুক্তিযোদ্ধা অবিনাস সন্নামত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব খান মোশারেফ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকার পুরুস্কার ঘোষণা করেন শীর্ষেন্দুর জন্য। এ ছাড়া স্কুল কর্তৃপক্ষ তার স্কুলের সকল ব্যায় ভার গ্রহণের ঘোষণা দেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী। স্কুলে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব খান মোশারেফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. তারিকুজ্জামান মনি, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা প্রমুখ। উল্লেখ্য, পটুয়াখালী সরকারী জুবিলী হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস ১৫ আগষ্ট জেলার মির্জাগঞ্জ উপজেলায় পায়রা নদীতে একটি ব্রিজ নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেয়। প্রধানমন্ত্রী ঐ চিঠির জবাব দেন ০৮ সেপ্টেম্বর। এতে তিনি উল্লেখ করেন, শীর্ষেন্দুর চিঠি পেয়ে তিনি উচ্ছ্বসিত। নৌকায় নদী পার হবার ঝুঁকি নিয়ে শীর্ষেন্দু বিশ্বাস উদ্বেগের প্রশংসা করে পায়রা নদীতে একটি ব্রিজ নির্মানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২০ সেপ্টেম্বর পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঐ চিঠি পৌছায়। শীর্ষেন্দু, তার মা শীলা রাণী সন্নামত ও তার দাদু বীর মুক্তিযোদ্ধা অবিনাস সন্নামত তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষেন্দুর চিঠির জবাব দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×