ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেড়ায় নির্মাণার্ধীন আন্তর্জাতিক মানের মেরিন একাডেমির কাজ সমাপ্তির পথে

প্রকাশিত: ২৩:০৩, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বেড়ায় নির্মাণার্ধীন আন্তর্জাতিক মানের মেরিন একাডেমির কাজ সমাপ্তির পথে

সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ নৌ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে পাবনার বেড়ায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের মেরিন একাডেমি। দেশে নির্মাণাধীন চারটি আন্তর্জাতিক মানের মেরিন একাডেমির একটি হচ্ছে পাবনার বেড়ায়। উপজেলার নগরবাড়ী ঘাটের পাশে নাটিয়াবাড়ী মৌজায় ১০ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এই মেরিন একাডেমিটি, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১২ সালের ১৬ নভেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে এর বেশিরভাগ নির্মাণ কাজ। ১০৬ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির স্থাপনা নির্মাণের কাজ শেষে আগামী বছরের জুনে এটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের আশা করছে গণপূর্তবিভাগ। নির্মাণ কাজ শেষ হলে আগামী সেশন থেকে ক্যাডেট ভর্তি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন উপ- প্রকল্প পরিচালক ওবায়দুল হক। তিনি জানান, এখান থেকে নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং-এ চার বছর মেয়াদী স্নাতক কোর্সে ৩শ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মেরিন একাডেমির ইমারত নির্মাণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হারুন অর রশীদ জানান, একাডেমিতে বহুতলবিশিষ্ট মোট ১০টি ভবন নির্মাণ করা হচ্ছে। এর আটটি সম্পন্ন হয়েছে। বাকি দুটির কাজ চলমান। এতে প্রাথমিক পর্যায়ে ৯৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও সংশোধিত বাজেটে তা ১০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। এখনো একাডেমিতে জিমনেসিয়াম, মসজিদ ও সুইমিং পুল নির্মাণের কাজ বাকি রয়েছে। অর্থাভাবে জিমনেসিয়ামের দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। বিষয়টি নৌ মন্ত্রণালয়ে অবহিত করার পর প্রকল্পটি সংশোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তিনি আরও জানান, এর আগে ভূমি অধিগ্রহণের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রকল্প কর্মকর্তাদের আশা, এই একাডেমির মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে। পাবনা-২ (বেড়া-সাঁথিয়া) আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, এ দেশে ধারাবাহিক উন্নয়নের জন্য আওয়ামীলীগের কোন বিকল্প নেই। এই উন্নয়নের ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত দেশে চারটি মেরিন একাডেমি নির্মাণ কাজ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারাদেশের ন্যায় পাবনা জেলাও এখন শিক্ষানগরীতে পরিণত হয়েছে। নগরবাড়িতে মেরিন একাডেমিটি চালু হলে পাবনাসহ উত্তরবঙ্গের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা হবে। উল্লেখ্য, বিশ্বের সাগর-মহাসাগরে চলাচল করা প্রায় ৭০ হাজার জাহাজ পরিচালনার জন্য দরকার সাড়ে ৬ লাখ মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ার। বর্তমানে যা রয়েছে সাড়ে ৫ লাখ। এ ছাড়া প্রতিবছর প্রায় গড়ে ২৫ শ’ করে জাহাজ বৃদ্ধি পাওয়ায় এ ঘাটতি আরও প্রকট আকার ধারণ করছে বিশ্বে। ফলে প্রতিযোগিতার এই বাজারে বেশ চাহিদা মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ারের।
×