ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করবে ভারত

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করবে ভারত

অনলাইন ডেস্ক ॥ প্যারিস চুক্তি কার্যকর করবে বলে ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এই ঘোষণার ফলে দূষণ নিয়ন্ত্রণের পক্ষে থাকা উন্নত দেশগুলি ভারতের ‌এই উদ্যোগকে সাধুবাদ দেবে। এই চুক্তি অনুসারে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের কার্বন উৎপাদন কম করবে বলে উল্লেখ রয়েছে। অন্যদিকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আজ সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন। তার ঠিক আগের দিন শনিবার কোঝিকোড়ে বিজেপির জাতীয় পর্যদের বৈঠকে মোদির এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রকৃতির সঙ্গে ভাব বিনিময় ও সবুজ রক্ষার কথা বলতেন। তাঁর জন্মশতবার্ষিকীতে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ‘গ্লোবাল ওয়ার্মিং’ বা বিশ্ব উষ্ণায়ন বাড়লে তাতে যে সকলেই সমস্যায় পড়বে এদিন মোদির ভাষণে সে বিষয়টিও উঠে এসেছে। সারা বিশ্ব তো বটেই সঙ্গে উপকূল এলাকাও সতর্ক হয়ে রাস্তা খোঁজছে যাতে গ্লোবাল ওয়ার্মিং আর না বাড়ে। কারণ পানিস্তর বাড়লে উপকূলবর্তী রাজ্য কেরলও বড় সমস্যার মুখে পড়বে বলে জানান তিনি।
×