ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা বালুচিস্তানের জামহুরি পার্টির

প্রকাশিত: ১৯:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ভারতের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা বালুচিস্তানের জামহুরি পার্টির

অনলাইন ডেস্ক॥ কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের চরম অবনতি হয়েছে। যে কোনো সময় দুই দেশের মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ঠিক এ সময় ভারতের বিপক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে বালুচিস্তানের জামহুরি ওয়াতান পার্টি (জেডব্লিউপি)। রবিবার দেয়ার এক বিবৃতিতে দলটির প্রেসিডেন্ট নওয়াবজাদা শাহজেইন বুগতি জানান, কাশ্মীর উপত্যকায় ভারতের সঙ্গে লড়াই করতে তারা পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, বুগতি উপজাতিরা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ হয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনি বলেন, কাশ্মীরীদের ত্যাগ কখনই বিফলে যাবে না। নওয়াবজাদা শাহজেইন বুগতি পাকিস্তানের পক্ষ নিলেও তারই চাচাতো ভাই ভারতে আশ্রয় চেয়েছেন। এ সম্পর্কে শাহজেইন বুগতি বলেন, সে ভারত কিংবা জেনেভা যেখানেই থাকুক সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সূত্র : ডন
×