ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারমনি গাছের পাতা থেকে ঝরছে বৃষ্টি!

প্রকাশিত: ১৯:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

মাদারমনি গাছের পাতা থেকে ঝরছে বৃষ্টি!

অনলাইন ডেস্ক॥ পৃথিবী রহস্যময়। আর রহস্যময় পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন নানা অলৌকিক ঘটনার সূত্রপাত ঘটে। তেমনই একটি অলৌকিক ঘটনা ঘটেছে এবার ভারতের দিনহাটার বুড়িরহাট সংলগ্ন একটি গ্রাম বালাকুড়ায়। বালাকুড়া উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক পাশেই একটি মাদারমনি গাছের পাতাগুলি থেকে বিস্ময়করভাবে ঝরছে পড়ছে বৃষ্টি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত রবিবার রাত ৯ টা দিকে এই দৃশ্য চোখে পড়ে বালাকুড়ার বাসিন্দা কালিদাশের। এ খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা এসে ভিড় জমাতে থাকেন সেখানে। পরে ওই গাছকে ঘিরে ব্যাপক পূজা আর্চনা শুরু হয়ে যায়। জানা যায়, গাছ থেকে ঝড়ে পড়া বৃষ্টির পানি সংগ্রহ করে সেই পানি পান করারও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মাদারমনি গাছটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে । এ ব্যাপারে সেখানকার স্থানীয় বাসিন্দা কালিদাশ জানিয়েছেন, এ পানি পান করা অনেক বেশি সৌভাগ্যের এবং পূর্নের।
×