ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতকে প্রীতি ম্যাচ খেলার আহ্বান ॥ জাভেদ মিয়াঁদাদ

প্রকাশিত: ১৯:৪০, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ভারতকে প্রীতি ম্যাচ খেলার আহ্বান ॥ জাভেদ মিয়াঁদাদ

অনলাইন ডেস্ক॥ ভারত শাসিত কাশ্মীরের উরিতে ১৮ সৈন্য নিহতের পর ভারত-পাকিস্তানের মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান। ইতিমধ্যে দু'দেশেই চলছে যুদ্ধে প্রস্তুতি। একে অপরের মুখোমুখি। এমন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধ নয়, প্রীতি ম্যাচ খেলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। আর যেটাকে ইয়ার্কি বলে উড়িয়ে দিয়েছেন ভারতের তারকা ওপেনার গৌতম গম্ভীর। দু'জন ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। মিয়াদাঁদের কথার জের ধরে গম্ভীরকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, হাস্যকর! না, হাস্যকর বললেও খুব কম বলা হয়! লোকে সীমান্তের ওপার থেকে এসে মেরে যাচ্ছে আর আমরা খেলব ওদের সঙ্গে ক্রিকেট ম্যাচ! বলছে কী! আরেক প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, ওই লোকটার মতামতকে আমার কোন দিনই পাত্তা দেওয়ার মতো মনে হয়নি। আর এবার যা বলছে সব আজগুবি। সবচেয়ে বড় কথা হল, আমি গৌতম গম্ভীর দেশের একজন সাধারণ নাগরিক জানতেই চাই না ওরা কী ভাবছে? বা কী বলছে? এই মুহূর্তে পাকিস্তান নিয়ে কোন কথা বলারই প্রয়োজন নেই।
×