ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলডিসি’তে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশের প্রশংসা

প্রকাশিত: ১৯:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬

এলডিসি’তে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশের প্রশংসা

অনলাইন ডেস্ক॥ বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন স্বল্পোন্নত অন্যান্য দেশের প্রতিনিধিরা। গত শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বার্ষিক সভায় তারা এ প্রশংসা করেন। সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় পররাষ্ট্রমন্ত্রী সব খাতে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশগুলোকে এসডিজি বাস্তবায়নে সহায়তা দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি উন্নত দেশগুলোকে স্বল্পোন্নত দেশের অবকাঠামো, জ্বালানি, কৃষি, তথ্য ও প্রযুক্তি এবং দক্ষতা বাড়াতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে পিছিয়ে পড়া যুব সমাজ ও নারীরা যাতে দক্ষতা অর্জন করার আহ্বান জানান তিনি। এএইচ মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।’ সভায় স্বল্পোন্নত দেশের মন্ত্রী, বিভিন্ন দেশের সরকার ও জাতিসংঘের সিনিয়র কর্মকর্তা, জাতিসংঘে নিয়োজিত বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ৭১তম সম্মেলনের সভাপতি পিটার থমসন ওই সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি উদ্বাস্তু ও অভিবান সমস্যা সমাধানে স্বল্পোন্নত সব দেশের সরকারের প্রতি নিউ ইয়র্ক ঘোষণা বাস্তবায়নের আহ্বান জানান। খবর বাসস।
×