ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বেসবল তারকাসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৯:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের বেসবল তারকাসহ ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি উপকূলে স্পিডবোট দুর্ঘটনায় একজন তারকা বেসবল খেলোয়ারসহ তিনজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের বরাতে বিবিসি বলছে, রবিবার মিয়ামি বিচের উপকূলে মিয়ামি মার্লিন্স বেসবল টিমের তারকা খেলোয়ার হোসে ফার্নান্দেজ (২৪) ও আরো দুজন স্পিডবোট দুর্ঘটনায় মারা যান। ঘটনার পর এক বিবৃতিতে মিয়ামি মার্লিন্স ক্লাব জানিয়েছে, ফার্নান্দেজের মৃত্যুতে তারা ‘বিধ্বস্ত’ হয়ে গেছে। রোববার নিজেদের মাঠে মার্লিন্সের একটি খেলা ছিল, ফার্নান্দেজের মৃত্যুতে তা বাতিল করা হয়েছে। মিয়ামি-দাদে দমকল বাহিনীর প্রধান টড গারোফালো জানিয়েছেন, তারা জেটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে থাকা অর্ধেক খাড়া অবস্থায় একটি বোট দেখতে পান। প্রাথমিক অনুসন্ধানে সেখানে তিনটি মৃতদেহ খুঁজে পান তারা। দুটি পানির ওপরে ও অপর একটি লাশ বোটের নিচে ছিল। কিউবার সান্তা ক্লারায় ফার্নান্দেজের জন্ম। ১৫ বছর বয়য়ে তিনি কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তী সময়ে বেসবলের অন্যতম উজ্জ্বল তারকা হয়ে উঠেন তিনি। ফ্লোরিডা ফিস এন্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন জানিয়েছে, জেটির একটি অংশ থেকে সাগরমুখে বেড়িয়ে থাকা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ৩২ ফুট দৈর্ঘ্যের বোটটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফার্নান্দেজের পরনে লাইফ জ্যাকেট ছিল না। মৃত্যুবরণকারী অপর দুজন ফার্নান্দেজের বন্ধু ছিলেন এবং স্বজনরা শনাক্ত করার আগ পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কোস্টগার্ড।
×