ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢামেক হাসপাতাল থেকে বৃদ্ধা রোগী নিখোঁজ

প্রকাশিত: ০৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ঢামেক হাসপাতাল থেকে বৃদ্ধা রোগী নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে ফের এক বৃদ্ধা রোগী নিখোঁজ হয়েছেন। চিকিৎসাধীন সেতারা বেগমকে (৬৫) দু’দিন ধরে খুঁজে পাচ্ছে না তার আত্মীয়স্বজন। এ ঘটনায় থানায় জিডিও হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার ২৮ নম্বর ওয়ার্ড থেকে তিনি নিখোঁজ হন। ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জাহিদ হোসেন হিমেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে তার আত্মীয়দের মধ্যে কেউ সরিয়ে নিয়ে গেছে। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ খাজা আব্দুল গফুর জনকণ্ঠকে জানান, যে কোন রোগী স্বেচ্ছায় চলে যেতে পারে। যাওয়ার সময় তিনি ওই ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি জানাননি। এত রোগীর মাঝে কে কোথায় গেল, তা আমারা কিভাবে দেখভাল করব। অনেকে বাইরে যাচ্ছেন, প্রয়োজন সেরে আবার ফিরে আসছেন। তবে নিয়ম অনুযায়ী সোমবার সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টার রোগী সেতারা বেগম হারানোর বিষয়টি নিয়ে শাহবাগ থানায় জিডি করবেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। জানা গেছে, বরিশালের জিয়া সড়কে সেতারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। নিখোঁজ বৃদ্ধার ছেলে মাহফুজুর রহমান জানান, শুক্রবার গভীর রাত থেকে হঠাৎ করেই তার মা সেতারা বেগমকে পাওয়া যাচ্ছে না। তিনি ওয়ার্ডের ৮০২ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। কিভাবে হারিয়ে গেছেন, তা ভাবতেই পারছেন না।
×