ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর জরুরী ফাইল অনুমোদন

প্রকাশিত: ০৮:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর জরুরী ফাইল অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে নয়টি জরুরী ফাইল অনুমোদন করেছেন। তিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার সকালে ফোনে বাসসকে জানান, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রয়োজনীয় সব ফাইল তাঁর কাছে পাঠাতে তাঁর দফতরকেও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের সুযোগ নিয়ে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করা হয়। প্রধানমন্ত্রী আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এদিন বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা এবং কানাডার সঙ্গে ‘ফলপ্রসূ’ দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে। জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর সভাপতি বাংলাদেশের প্রশংসা ॥ বাংলানিউজ ॥ জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭১তম সভার সাইড লাইনে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর বার্ষিক মন্ত্রীপর্যায়ের সভায় সভাপতি হিসেবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার জাতিসংঘের সদর দফতরে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভাপতি হিসেবে স্বল্পোন্নত দেশগুলোকে তাদের উন্নয়ন প্রচেষ্টায় অধিকতর সহায়তা দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
×