ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার খোকার গাজীপুরের জমি বাজেয়াফত

প্রকাশিত: ০৮:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৬

এবার খোকার গাজীপুরের জমি বাজেয়াফত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার গাজীপুরের জমি এবার বাজেয়াফত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াফত ঘোষণা করে সরকারের হেফাজতে নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ওই জমিতে রবিবার সন্ধ্যায় সাইনবোর্ড ও লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে। জেলা প্রশাসন সূত্র মতে, দুদকের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ কালিয়াকৈরের ছয় মৌজায় থাকা খোকার অবৈধ অর্জনের জমি বাজেয়াফতের নির্দেশ দিয়ে গত ২০ নবেম্বর রায় দেন। আদালতের নির্দেশে অনুসন্ধানে খোকার নামে ৬৬ দশমিক ৫৬ একর জমির সন্ধান মেলে। এর মধ্যে জানের চালা মৌজায় ৩.৯৫ একর এবং বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস ও উত্তর রাঙ্গামাটি মৌজার ৬২.৬১ একর জমি বাজেয়াফত করা হয়। এসব জমি সরকারের হেফাজতে নিয়ে রবিবার সন্ধ্যায় ওই জমিতে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়
×