ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টির বাগড়ায় বিঘ্নিত প্রথমদিনের খেলা

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বৃষ্টির বাগড়ায় বিঘ্নিত প্রথমদিনের খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার দেশের চারটি ভেন্যুতে মাঠে গড়িয়েছে ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। তবে বৃষ্টির বাগড়ায় তিনটি ম্যাচেরই প্রথমদিন পুরোপুরি খেলা হতে পারেনি। শুধু সিলেটে শুরু হওয়া দ্বিতীয় স্তরের রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগের ম্যাচ নির্বিঘেœ শেষ হয়েছে। সেখানে চট্টগ্রামের ব্যাটসম্যানরা আলো ছড়িয়েছেন। এদিন ম্যাচ ফিক্সিংয়ের জন্য নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ সাড়ে ৩ বছর পর আবার মাঠে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিরুদ্ধে মেট্রো প্রথম ব্যাট করতে নেমে ১৫ ওভারে ২ উইকেটে ৪৭ রান তোলে। বৃষ্টির কারণে আর খেলাই হয়নি। তাই আশরাফুলেরও মাঠে নামা হয়নি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগের বিরুদ্ধে ভালভাবেই শুরু করেছে বরিশাল বিভাগ। তবে বৃষ্টির কারণে মাত্র ৪৩ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেট বিভাগের বিরুদ্ধে আগে নেমে মাত্র ২৭.৩ ওভার ব্যাট করেছে রাজশাহী। সবার দৃষ্টি ছিল আশরাফুলের দিকে। ২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার কারণে তিন বছর ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ হন তিনি। আগস্টে ঘরোয়া ক্রিকেটের দ্বার উন্মুক্ত হওয়ায় এবার এনসিএলের শুরু থেকেই মেট্রোর একাদশে আছেন তিনি। টস জিতে আগে ব্যাটিংয়ে নামার আগে ও পরে বৃষ্টির কারণে মাত্র ১৫ ওভার খেলা হয়েছে। দুই উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে মেট্রো। তাই আশরাফুল খেলতে পারেননি। দুটি উইকেটই নিয়েছেন ঢাকার পেসার মোহাম্মদ শরীফ। প্রথম স্তরের অপর ম্যাচে শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদের জোড়া অর্ধশতকে বেশ ভালভাবেই শুরু করেছে বরিশাল। ১১৮ বলে ১২ চার ও ছয়ে মাহমুদ ৮২ রান করে ফিরে যান। কিন্তু অপরাজিত আছেন শাহরিয়ার ১১১ বলে ১১ চারে ৭৬ রান নিয়ে। ৪৩ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। একটি করে উইকেট পেয়েছেন আলআমিন হোসেন ও মেহেদী হাসান। দ্বিতীয় স্তরে নেমে যাওয়া রংপুর টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছে চট্টগ্রাম। এখানে ছিল না বৃষ্টির বাগড়া। নাজিমুদ্দিনের ৪৩, মুমিনুল হকের ৪৬ ও তাসামুল হকের ৫২ রানে বেশ ভাল অবস্থানেই থাকে তারা। পরে তরুণ ইয়াসির আলী ১৫১ বলে ১২ চার ও ২ ছক্কায় ৯০ রানের একটি দারুণ ইনিংস খেলে ফিরে যান। দিনশেষে ৮৭ ওভারে ৫ উইকেটে ২৯৪ রান তুলে বেশ ভালভাবেই প্রথমদিন শেষ করেছে চট্টগ্রাম। রংপুরের পক্ষে পেসার আলাউদ্দিন বাবু দুই উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে টস হেরে স্বাগতিক রাজশাহী ব্যাটিংয়ে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি। ৪১ রানেই দুই উইকেট হারায়। তবে এরপর আর বিপদ হতে দেননি জুনায়েদ সিদ্দিকী (২৬) ও ফরহাদ হোসেন (৩০) করে। ২৭.৩ ওভারে ২ উইকেটে ৯৪ রান করার পর বৃষ্টিতে খেলা হয়নি। একটি করে উইকেট নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া পেসার এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।
×