ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা আবাহনী-রাসেল ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা আবাহনী-রাসেল ম্যাচ ড্র

জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল শেখ রাসেল। তবে শেষ রক্ষা করতে পারেনি শফিকুল ইসলাম মানিকের দল। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে । পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও জয় না পাওয়ায় হতাশ আকাশী জার্সিধারীরা। এই ম্যাচটি ড্র হওয়ায় চলমান বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শেখ জামাল। আটটি করে ম্যাচ শেষে জামালের ভা-ারে জমা সর্বোচ্চ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে আবাহনী। আগের ছয় ম্যাচেই হারা রাসেলের এটি টুর্নামেন্টে দ্বিতীয় ড্র। পয়েন্ট মাত্র ২। ৬৬ মিনিটে অসাধারণ গোল করে শেখ রাসেল। ডানপ্রান্ত দিয়ে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলি আবাহনীর দু’জন ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে অসাধারণ পাস দেন। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে দৃষ্টিনন্দন গোল করেন রাসেলের ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। ৮৪ মিনিটে জুয়েল রানার দর্শনীয় গোলে সমতা ফেরায় আবাহনী। ইমন ফরহাদের ক্রস থেকে চলতি বলে চোখ ধাঁধানো শটে বল জালে জড়ান তিনি।
×