ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উড়ছে গার্ডিওলার ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

উড়ছে গার্ডিওলার ম্যানচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ ক্লাব বার্সিলোনার পর জার্মানির বেয়ার্ন মিউনিখেও অসাধারণ সাফল্য উপহার দিয়েছেন পেপ গার্ডিওলা। লা লিগা, বুন্দেসলিগার পর ইংলিশ প্রিমিয়ার লীগেও অপ্রতিরোধ্য তিনি। শনিবার ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দশ ম্যাচের দশটিতেই জয়ের স্বাদ পেয়েছেন গার্ডিওলা। ইংলিশ প্রিমিয়ার লীগে এদিন ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। জোড়া গোল করে দলের মূল নায়ক যথারীতি দুর্দান্ত ফর্মে থাকা সার্জিও এ্যাগুয়েরো। সিটিজেনদের হয়ে আরেকটি গোল করেন রাহিম স্টার্লিং। এ্যাগুয়েরোর গোল দুটি এসেছে ম্যাচের দুই অর্ধে। প্রথমার্ধের ৯ মিনিটে প্রথম গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। কিন্তু ফার্নান্দো লিওরেন্তের গোলে সমতায় ফিরে বেশ ভালই জবাব দেয়ার ইঙ্গিত দিয়েছিল স্বাগতিক সোয়ানসি সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্যানসিটিকে আবারও এগিয়ে দেন এ্যাগুয়েরো। চলতি মৌসুমে সিটির মতো আর্জেন্টাইন স্ট্রাইকার এ্যাগুয়েরোও যেন উড়ছেন। ইতোমধ্যেই সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ১১ গোল করে ফেলেছেন তিনি। আর খেলেছেন মাত্র ৬ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লীগের হাইভোল্টেজ ম্যাচে এদিন চেলসির মুখোমুখি হয়েছিল আর্সেনাল। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। এ্যালেক্সিস সানচেজ, থিও ওয়ালকট এবং মেসুত ওজিলের গোলের সৌজন্যে গানাররা এদিন ৩-০ ব্যবধানে হারায় চেলসিকে। এ্যামিরেটস স্টেডিয়ামে আতিথেয়তা নিতে যায় চেলসি। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় গানাররা। ম্যাচের ১১ মিনিটে চিলিয়ান স্ট্রাইকার সানচেজ অসাধারণ এক গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। তার তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ওয়ালকট। ম্যাচের ৪০ মিনিটে জার্মান তারকা মিডফিল্ডার ওজিলের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর দুইদলের বেশ কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণ হয়। ম্যাচে ফিরতে এ্যান্তোনিও কন্তের শিষ্যরা বেশ কয়েকটি চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত কোন গোলের দেখা না পেলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়েন আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। শনিবার দিনের অন্য ম্যাচে লিভারপুল ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাল সিটিকে। টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে জয় পায় মিডলসব্রুগের বিপক্ষে। এছাড়া বোর্নমাউথ ১-০ গোলে এভারটনকে এবং ক্রিস্টাল প্যালেস ৩-২ গোলে হারায় সান্ডারল্যান্ডকে। চলতি মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। লীগের প্রথম ৬ ম্যাচের সবকটিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান তাদের। এরপর সমান সংখ্যক ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্পার্শরা। আর ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।
×