ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, আজ মুখোমুখি উত্তর বারিধারা-মুক্তিযোদ্ধা সংসদ ও আরামবাগ-মোহামেডান

জয় ছাড়া অন্য কিছু ভাবছে না মোহামেডান মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৬:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

জয় ছাড়া অন্য কিছু ভাবছে না মোহামেডান মুক্তিযোদ্ধা

জাহিদুল আলম জয়, সিলেট থেকে ॥ লাখো-কোটি সমর্থকপুষ্ট ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। অথচ কি দুর্দিনই না অতিবাহিত করছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বাংলাদেশের সবচেয়ে মর্যাদার ঘরোয়া আসর পেশাদার লীগের চলমান মৌসুমে (২০১৫-১৬) সাতটি ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি সাদা-কালো জার্সিধারীরা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সবশেষ সপ্তম রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় মোহামেডান। এমন তথৈবচ অবস্থার মধ্যেই দলটি সিলেটে এসেছে। পুণ্যভূমি হিসেবে খ্যাত এই শহরেই জয়খরা কাটাতে চায় দলটি। খুব উচ্চৈঃস্বরে না হলেও মোহামেডান শিবির থেকে তেমন আভাসই মিলেছে। আজ সিলেট জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে খেলবে জসিম উদ্দিন জোশির শিষ্যরা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এর আগে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সপ্তম রাউন্ডের ম্যাচের আগ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মুক্তিযোদ্ধা। কিন্তু ওই পর্বে শেখ জামাল ধানমন্ডির কাছে ৩-২ গোলে হেরে পাঁচ নম্বরে নেমে গেছে মুসা কোলো, জাভেদ খান, তৌহিদুল আলম তৌহিদদের দল। রবিবারের ম্যাচের আগ পর্যন্ত সাতটি করে খেলায় সর্বোচ্চ ১৫ পয়েন্ট করে আছে ঢাকা আবাহনী ও শেখ জামালের। তবে গোলগড়ে এগিয়ে থেকে এক নম্বরে সত্যজিত দাস রূপুর দল। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। উত্তর বারিধারা ৩ পয়েন্ট নিয়ে আছে সবার নীচ থেকে দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা পাঁচ নম্বরে। নাজুক মোহামেডান আছে পয়েন্ট তালিকার ১০ নম্বরে। দুই হার ও পাঁচ ড্রয়ে মোহামেডানের ঘরে জমা মাত্র ৫ পয়েন্ট। মোহামেডানের আজকের প্রতিপক্ষ আরামবাগ তাদের চেয়ে এগিয়ে। তবে এখন পর্যন্ত কোন জয় না পাওয়ায় মোহামেডান আরামবাগের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজেই লড়বে। মোহামেডানের কোচ কাজী জসিমউদ্দিান জোশিকে টিম নিয়ে বেশ হতাশই মনে হয়েছে। এখনও জয় না পাওয়ায় তার কণ্ঠে ঝরে আপসোস। এরপরও আশাবাদী মোহামেডান কোচ মনেপ্রাণে চাচ্ছেন সিলেট থেকে অন্তত একটি জয় আসুক। জোশি বলেন, আল্লাহর রহমত থাকলে অবশ্যই জিততে পারব আমরা। তবে আমার টিমের যে অবস্থা তাতে মানসিকভাবে খুব কষ্ট পায়। তিনি আরও বলেন, জয়ের জন্যই সবাই খেলে। কিন্তু আমি বললেই তো হবে না, ছেলেদের খেলতে হবে। তবে আমরা জয়ের জন্যই খেলব। মোহামেডান হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরানের (রহঃ) পুণ্যভূমিতে এসে প্রথম জয় পেতে চায়। সিলেট থেকে দলটি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস কর্মকর্তা ও ফুটবলারদের। এ লক্ষ্যে ঘাম ঝরানো অনুশীলন করে চলেছে সাদা-কালো শিবির। তবে আরামবাগও ছেড়ে কথা বলবে না। দলটি দ্বিতীয় জয়ের জন্যই খেলবে। আরামবাগের কোচ সাইফুল বারী টিটু আত্মবিশ্বাসী হলেও সমীহ করছেন প্রতিপক্ষকে। তিনি জনকণ্ঠকে বলেন, তিন পয়েন্টের জন্যই খেলবে আমার দল। তবে মোহামেডানকে খাটো করে দেখার কিছু নেই। ওরা না জিতলেও আমরা মাত্র একটি জিতেছি। প্রতিপক্ষকে সম্মান করেই আমরা মাঠে নামব। তবে লক্ষ্য থাকবে তিন পয়েন্ট। এদিকে বারিধারার বিরুদ্ধে ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না মুক্তিযোদ্ধা। মুক্তির কোচ আব্দুল কাইয়ুম সেন্টু তার ছেলেদের পারফর্মেন্সে তৃপ্ত। জনকণ্ঠকে তিনি বলেন, আমরা সিলেট এসেছিল পূর্ণ পয়েন্টের জন্য। টিম অনেক ভাল করছে। আশা করছি বারিধারাকে হারাতে পারব। আগের রাউন্ডে শেখ জামালের কাছে হেরে শীর্ষস্থান হারিয়েছে মুক্তিযোদ্ধা। এর অন্যতম কারণ হিসেবে অসুস্থতার জন্য মানিকের খেলতে না পারাকে সামনে আনেন সেন্টু। মুক্তিযোদ্ধা কোচ বলেন, সিলেটে মানিক ফিরছে, দলও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে।
×