ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টোকিও ওপেনের শিরোপা ওজনিয়াকির

প্রকাশিত: ০৬:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

টোকিও ওপেনের শিরোপা  ওজনিয়াকির

স্পোর্টস রিপোর্টার ॥ টোকিও ওপেন টেনিসে (প্যান প্যাসিফিক) নারীদের সিঙ্গেলসের শিরোপা জিতেছেন ক্যারোলিন ওজনিয়াকি। রবিবারের ফাইনালে স্বাগতিক জাপানের নাওমি ওসাকাকে সরাসরি ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে চলতি বছরে নিজের প্রথম শিরোপার স্বাদ পেয়েছেন সাবেক নাম্বার ওয়ান ওজনিয়াকি। অনেকটা একতরফা লড়াইয়ে এদিন তরুণী প্রতিপক্ষকে কোনরকম সুযোগই দেননি ডেনমার্কের এই টেনিসকন্যা। প্রথম সেটে কিছুটা প্রতিরোধের মুখে পড়লেও দ্বিতীয় সেটে ওসাকাকে উড়িয়ে দিয়েছেন তিনি। টোকিও ওপেনে ২৬ বছর বয়সী ওজনিয়াকির এটি দ্বিতীয় এবং সর্বোপরি ক্যারিয়ারের ২৪তম ডব্লিউটিএ শিরোপা। স্বভাবতই দারুণ খুশি তিনি, ‘টোকিওর সাফল্যে আমি সন্তুষ্ট। বছরটা ভাল যায়নি। কিন্তু এখানে নিজের সেরাটা দিতে পেরেছি।’ আর হারলেও ১৮ বছর বয়সী ওসাকা বড় প্রতিপক্ষের সঙ্গে ফাইনাল খেলাটাকেই প্রাপ্তি বলে মনে করছেন। ওজনিয়াকি আরও বলেন, ‘ছয় বছর আগে যখন এখানে শিরোপা জিতেছিলাম, সবাই বলেছিল প্রতিবছর ওই সাফল্য ধরে রাখা সম্ভব। কিন্তু ভক্তদের প্রত্যাশা মেটাতে পরিনি। ফিটনেস সমস্যায় এ বছরটাও ভাল কাটেনি। ফর্মে ফিরতে অনেক পরিশ্রম করেছি। এটি তারই ফল। যা আমাকে সামনের টুর্নামেন্টগুলোতে ভাল করতে নতুন করে আত্মবিশ্বাস যোগাবে।’ এদিনও পায়ের ব্যথা তাকে ভুগিয়েছে। প্রথম সেটে তো এক পর্যায়ে ৪-৩ সেটে পিছিয়েও পড়েছিলেন। প্রাথমিক পরিচর্যার পর বা পায়ে ভারি ব্যান্ডেজ নিয়ে ফিরেও জ্বলে উঠেছেন। শেষ পর্যন্ত আরও ৪ সেট জিতে প্রতিপক্ষকে পেছনে ফেলেছেন। বছরের শুরুতে ইউএস ওপেনের সেমিতে উঠে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। টোকিওতে তারই ফল মিলল। ওজনিয়াকি আরও বলেন, ‘গ্রোয়েন ইনজুরি থেকে সেরে ওঠার পর এখানে আমি আমার আক্রমণাত্মক খেলাটাই ফিরে পেতে চেয়েছিলাম।’ হাঁটুর ব্যথা অফহীনতায় ২০১০-এর নাম্বার ওয়ান এক পর্যায়ে র‌্যাঙ্কিংয়ের ৭৪তম স্থানে নেমে গিয়েছিলেন। এখন আছে ২৮তম স্থানে। টোকিও জয়কে ক্যারিয়ারের নতুন শুরু বলে আখ্যায়িত করেছেন ২০১১ অস্ট্রেলিয়ান গ্র্যান্ডসøামের সেমিতে খেলা এই তারকা। সেমিফাইনালে গতবারের শিরোপধারী শক্তিধর প্রতিপক্ষ এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাকে ৪-৬, ৭-৫ এবং ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন ওজনিয়াকি। আর শেষ চারে ইউক্রেনের এলিনা ভিতলিনাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো টোকিও ওপেনের ফাইনালে জায়গা করে নেন ওসাকা। দুর্দান্ত ফর্মে থাকা তরুণী টেনিস কন্যা সেদিন জিতেছিলেন ৬-১, ৩-৬ এবং ৬-২ সেটে। অর্ধযুগ আগে এই টোকিও ওপেনের প্রথম শিরোপা জিতেছিলেন ওজনিয়াকি। সেবার ফর্মের তুঙ্গে ছিলেন ড্যানিশ এই টেনিস তারকা। মাঝে টেনিস কোর্টে নিষ্প্রভ পারফর্মেন্সের পাশাপাশি ওজনিয়াকির প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় চোটও। কিন্তু চোট কাটিয়ে ক্রমেই স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। সম্প্রতি শেষ হওয়া মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনেও সেমিফাইনালে ওঠাটা তারই প্রমাণ। আশা জাগিয়ে সেখানে অবশ্য শেষ চারেই থামতে হয়েছিল। এবার টোকিওতে নিজেকে দারুণভাবে মেলে ধরতে পেরে সন্তুষ্ট ওজনিয়াকি। বিশেষ করে ইনজুরি থেকে মুক্ত হয়ে কঠোর অনুশীলন করার ফল পেয়ে বেশি তৃপ্ত ২৪টি ডব্লিউটিএ শিরোপার মালিক।
×