ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচক কমলেও পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

সূচক কমলেও পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা ১৩ কার্যদিবস পর দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। তবে দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। গত কিছুদিন ধরে বাড়তে থাকা কোম্পানিগুলোর দর সংশোধন হলেও ঝিমিয়ে পড়া বস্ত্র খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে খাতটির বেশি দর হারানো কোম্পানিগুলোতে চাহিদা বেশি ছিল। তাই মুনাফা তোলার চাপে পুঁজিবাজারে মূল্য সংশোধন হলেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার সকালে বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হওয়ায় সূচক কিছুটা বেড়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। তবে সার্বিক লেনদেন আগের দিনের তুলনায় ভাল ছিল। দিনশেষে ডিএসইতে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৩ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইয়াকিং পলিমার, মবিল যমুনা বিডি, ইউনাইটেড পাওয়ার, জিএসপি ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইয়াকিং পলিমার, ইভিন্স টেক্সটাইল, সাফকো স্পিনিং, ড্রাগন সোয়েটার, মোজাফফর হোসেন স্পিনিং, সিএমসি কামাল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনার্স ও মিরাকল ইন্ড্রাস্টিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপেক্স স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইনান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ইক্সিম ১ম মিউচুয়াল ফান্ড, বে-লিজিং, রিপাবলিক, মেঘনা সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও প্রাইম লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
×