ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুটুল মাহফুজ

জীবনযাপনে রঙের প্রভাব

প্রকাশিত: ০৬:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

জীবনযাপনে রঙের প্রভাব

আপনি যখন আপনার চারদিকে তাকান, তখন তথ্য সংগ্রহ করার জন্য আপনার চোখ ও মস্তিষ্ক একসঙ্গে কাজ করে থাকে। যেমন, আপনি যখন আপনার কাছাকাছি কোন একটা ফল দেখতে পান, তখন সিদ্ধান্ত নেন, আপনি সেটা খাবেন কি না। আবার, আপনি যখন আকাশের দিকে তাকান, তখন বুঝতে পারেন, আজকে বৃষ্টি হবে না। আর এখন আপনি যে-শব্দগুলো পড়ছেন, সেগুলোর দিকে যখন তাকাচ্ছেন, তখন আপনি এর অর্থ বোঝার চেষ্টা করছেন। আসলে, রং আপনার ওপর প্রভাব ফেলছে। আপনি যে-ফলটা দেখেছেন, সেটার রং আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে, ফলটা পেকেছে কি না আর আপনি তা খেতে চান কি না। আকাশের ও মেঘের রং আপনাকে আবহাওয়ার অবস্থা জানতে সাহায্য করে। এই ফিচার পড়ার সময়, আপনার চোখ বর্ণমালা ও পৃষ্ঠার রঙের মধ্যেকার পার্থক্যের সঙ্গে স্বচ্ছন্দে মানিয়ে নেয়। হ্যাঁ, আপনি হয়ত এটা লক্ষই করেননি যে, তথ্য সংরক্ষণ করার জন্য আপনি অনবরত রঙের সাহায্য নিয়ে থাকেন। তবে রং আপনার আবেগের ওপরও প্রভাব ফেলে। আবেগের ওপর রঙের প্রভাব আপনি যখন কোন দোকানের সারি সারি শেল্ফের মাঝখান দিয়ে হেঁটে যান, তখন সেখানে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা বিভিন্ন পণ্যের প্যাকেট দেখতে পান। এগুলো আপনার দৃষ্টি আকর্ষণের জন্যই তৈরি করা হয়েছে। আপনি বুঝতে পারেন বা না-ই পারেন, বিজ্ঞাপনদাতারা সতর্কতার সঙ্গে এমন সব রং আর রঙের সমাহার বাছাই করে থাকে, যাতে সেটা আপনার সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী, লিঙ্গভেদে এবং আপনার বয়সী লোকেদের কাছে আকর্ষণীয় হয়। ইন্টেরিয়র ডিজাইনার, পোশাকের ডিজাইনার এবং চিত্রশিল্পীরাও জানে যে, রং আবেগকে নাড়া দিতে পারে। লোকেরা হয়ত স্থানীয় সংস্কৃতি ও প্রথার কারণে ভিন্ন ভিন্ন উপায়ে বিভিন্ন রঙের ব্যাখ্যা দিয়ে থাকে। উদাহরণ স্বরূপ, এশিয়ার কিছু লোকের কাছে লাল রং সৌভাগ্য ও আনন্দোৎসবের প্রতীক, কিন্তু আফ্রিকার কিছু অঞ্চলে লাল রং হচ্ছে শোকের চিহ্ন। তবে, মানুষ যে-পরিবেশেই বড় হোক না কেন, নির্দিষ্ট কিছু রং সব মানুষের আবেগকে একইভাবে নাড়া দিয়ে থাকে। লাল রং অনেক দূর থেকে সহজেই চোখে পড়ে এই রং। লাল রংকে প্রায়ই কর্মশক্তি, যুদ্ধ এবং বিপদের প্রতীক বলে মনে করা হয়। আমাদের আবেগের ওপর এই রঙের জোরালো প্রভাব রয়েছে এবং এটা মানবদেহের বিভিন্ন কাজ যেমন, বিপাকক্রিয়া ত্বরান্বিত করতে পারে, শ্বাস-প্রশ্বাসের গতি বাড়াতে পারে ও রক্তচাপ বৃদ্ধি করতে পারে। সবুজ রং লাল রঙের বিপরীত প্রতিক্রিয়া জাগিয়ে তোলে কারণ সবুজ রং বিপাকক্রিয়াকে ধীর করে দেয় ও ধীরস্থির ভাব উৎপন্ন করে। সবুজ রং হচ্ছে একটা স্নিগ্ধ রং আর এই রংকে প্রায়ই প্রশান্তির প্রতীক বলে মনে করা হয়। আমরা যখন সবুজ বাগান ও পাহাড়ি এলাকা দেখি, তখন আমাদের মনে অনেক শান্তি লাগে। সৃষ্টি বিষয়ে আদিপুস্তকের বিবরণ জানায় যে, ঈশ্বর মানবজাতির জন্য সবুজ ঘাস ও গাছপালা উৎপন্ন করেছিলেন। সাদা রং এ রংকে প্রায়ই আলো, নিরাপত্তা ও পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। এছাড়া সাদা রং সততা, নির্দোষ অবস্থা ও শুচিতার মতো গুণের সঙ্গেও জড়িত। বাইবেলে অনেক বার সাদা রঙের বিষয়ে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন দর্শনে, মানুষ এবং স্বর্গদূতদের শুক্ল বর্ণ বা সাদা রঙের বস্ত্র পরিহিত অবস্থায় দেখানো হয়েছে আর এটা ধার্মিকতা ও ঈশ্বরের দৃষ্টিতে শুচি থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। হলুদ রং ভারতীয় উপমহাদেশে ও অধিকাংশ প্রাচ্যের দেশে হলুদ রং সম্মান, জ্ঞান, বাণিজ্যের প্রতীক। তবে ইউরোপে এই রং সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে। ইউরোপে হলুদ ভীরুতার প্রতীক। আবার পাশ্চাত্যের দেশগুলোতে হলুদ রং সাবধানতা বোঝায়। তবে মিসরে হলুদ রং আবার দুঃখের প্রতীক। নীল রং এ অঞ্চলে নীল রং বলতে ভগবান শ্রীকৃষ্ণের রং মনে করা হয়। তাই এ রংকে সম্পদ, ভাল গুণের প্রতীক মানা হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানিতে নীল রং দুঃখ, অবসাদ, অসুস্থতার প্রতীক। বেগুনি রং উপমহাদেশে এই রং আরাম, শান্তি, পুনর্জন্ম ইত্যাদি বোঝায়। আবার জাপানসহ পাশ্চাত্যের দেশগুলোতে বেগুনি রং সম্পদ, উন্নতি, সমৃদ্ধি, রাজকীয়তার প্রতীক বলে মনে করা হয়। কালো রং এখানে কালো রং মৃত্যু, দুর্বলতা, অশুভ এসবের প্রতীক। তবে জাপানে এই রং রহস্য এবং আফ্রিকায় জ্ঞান ও অভিজ্ঞতা বোঝায় কালো রং। গোলাপি রং ভারত, উত্তর আমেরিকা ও ইউরোপে গোলাপি রং ভালবাসা, নারীত্বের প্রতীক। তবে কোরিয়ায় এই রং বিশ্বাস ও নিরাপত্তা বোঝায়। কমলা রং আমাদের দেশে কমলা রং পবিত্রতা, বিশ্বাস, ভরসার প্রতীক বলা হয়। তবে থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কার মতো বৌদ্ধ ধর্মাবলম্বী দেশগুলোতে কমলা রং আধ্যাত্মিকতা ও শান্তির প্রতীক। আবার পাশ্চাত্যে কমলা সহজলভ্যতার প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যালোউইনের সময় কমলা কুমড়োর আলো ঝোলানো হয়।
×