ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নূর চৌধুরীকে ফিরিয়ে আনার উপায় আছে আইনমন্ত্রীর ব্যাখ্যা

প্রকাশিত: ০৬:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

নূর চৌধুরীকে ফিরিয়ে আনার উপায় আছে আইনমন্ত্রীর ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কানাডার আইনে বাধা থাকলেও বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি এএইচএমবি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ‘উপায় এখনও রয়েছে’। উপায় নিয়ে সুনির্দিষ্ট করে না বললেও বিষয়টি নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলাপ-আলোচনা থেমে নেই। তিনি আরও বলেন, এই দুই দেশের (যুক্তরাষ্ট্র ও কানাডা) সঙ্গে যখন যে কোন পর্যায়ে আলোচনা হয় এবং শীর্ষ পর্যায়ে আলাপ-আলোচনা হয়, তখন তাদের (রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী) ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়। সেই প্রেক্ষিতে আমি বলতে পারি, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফর করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। সেটা আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি এবং আমার মনে হয়, প্রধানমন্ত্রী যখন দেশে ফিরবেন, তখন বিস্তারিতভাবে তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন। রবিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩০তম রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো মামলার সংখ্যাধিক্য। তিনি বলেন, এ থেকে বুঝা যায় দেশের মানুষের ন্যায়বিচার পাবার মূল আশ্রয়স্থল আদালত। ১৬ কোটি মানুষের এই দেশে আদালতের প্রতি জনগণের এ আস্থা ও বিশ্বাস ধরে রাখা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। তাই এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তিনি বিচারকদের সদা প্রস্তুত থাকতে বলেন এবং দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির পাশাপাশি বিচারপ্রার্থী জনগণ যাতে আদালত অঙ্গনে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে সুদৃষ্টি দিতে বলেন। তিনি বলেন, আমাদের সকলকেই মনে রাখতে হবে ন্যায়বিচার মানুষের সবচেয়ে কাক্সিক্ষত বিষয় যা ছাড়া সভ্য, সুশৃঙ্খল, সমৃদ্ধ ও উন্নত সমাজ কল্পনা করা প্রায় অসম্ভব। ন্যায় বিচারের সঙ্গে রাষ্ট্রের আইনশৃঙ্খলা, নাগরিক জীবনের নিরাপত্তাসহ অন্যান্য মৌলিক অধিকারগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়া রাষ্ট্রের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতেও ন্যায় বিচারের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, এটা সর্বজন বিদিত যে, ন্যায়বিচার ও আইনের শাসন ব্যতীত রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি লাভ করা যায় না। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে যথাযথ অবদান রাখতে তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান । আইনমন্ত্রী আরও বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণের কোন বিকল্প নেই। তাই উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকও বক্তব্য রাখেন।
×