ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিক্রি হওয়ার পথে টুইটার

প্রকাশিত: ০৫:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বিক্রি হওয়ার পথে টুইটার

সামাজিক যোগাযোগ সাইট টুইটারও কি ইয়াহুর মতো ভাগ্য বরণ করতে চলেছে? সানফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানিটি মাত্র তিন বছর আগে বাজারে শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়েছিল। কোম্পানিটি এখন ৩ হাজার কোটি ডলারে বিক্রি হওয়ার কথা ভাবছে। পরিমাণটি শুক্রবার পুঁজিবাজারে যা মূলধন ছিল তার প্রায় দ্বিগুণ। পুঁজিবাজারে ইয়াহু মূলধনের পরিমাণ এক সময় ১২ হাজার ৫শ’ কোটি ডলার থাকলেও কোম্পানিটি শেষ পর্যন্ত ভেরিজেনের কাছে মাত্র ৪৮০ কোটি ডলারে বিক্রি হয়েছে। আট বছর আগে মাইক্রোসফট ইয়াহুকে ৪ হাজার ২শ’ কোটি ডলারে কিনে নেয়ার প্রস্তাব দিলেও ইয়াহু সেই প্রস্তাবে মুখের ওপর না বলে দিয়েছিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে টুইটারে বাজারে ভাল দর থাকতে থাকতেই বিক্রি হয়ে যেতে চায়। টুইটারের আর্থিক অবস্থা অনেকদিন ধরেই ভাল যাচ্ছে না। কোম্পানিটির সামনে এখন হয় বিক্রি হওয়া অথবা পুনর্গঠিত হওয়া ছাড়া লাভজনক উপায়ে টিকে থাকার কোন উপায় নেই। -সিএনএন মানি
×