ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাহবা নিতেই কি মিডিয়ায় একই তথ্য দু’বার দেয় চট্টগ্রাম পুলিশ

প্রকাশিত: ০৫:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বাহবা নিতেই কি  মিডিয়ায় একই  তথ্য দু’বার দেয় চট্টগ্রাম পুলিশ

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের পুলিশ বাহবা নিতেই কি একই তথ্য দুইবার প্রেরণ শুরু করেছে মিডিয়াতে। সিএমপির জনসংযোগ বিভাগ থেকে এ ধরনের তথ্য পাঠানো হচ্ছে ই-মেইলের মাধ্যমে। অভিযোগ রয়েছে প্রতিদিনই ২৪ ঘণ্টার অভিযানের তথ্য দেয়া হলেও আলাদাভাবে আবারও একই তথ্য ই-মেইলে প্রেরণের কারণে বিভ্রান্তিতে পড়ছে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরতরা। বার বার তথ্য পাওয়ার ফলে জনসংযোগ বিভাগে যোগাযোগ করে দেখা গেছে বিষয়টি সত্য। এদিকে, ২৪ ঘণ্টার যে তথ্য পাঠানো হচ্ছে তাতে ঘটনা বা অভিযানের কোন বিবরণ নেই। তবে তথ্যেও লুকোচুরি আছে বলে অভিযোগ উঠেছে। জনসংযোগ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা ৫ মিনিটে সিএমপির সদরঘাট থানার এসআই মোঃ মোরশেদ আলম ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডের এআর কম্পিউটার স্কেলের সামনে অভিযান চালায়। রাস্তার ওপর একটি মিনি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ম-৫১-১১৫৩) তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় মোঃ কামরুল ইসলাম, মোঃ আকাশ ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এদিকে, গত ২৪ হতে ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের হয়েছে। এই ২৪ ঘণ্টায় মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জিআর মামলায় ৮, সিআর মামলায় ১৭ ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন উঠেছে, পিকআপের বিষয়টি একটি তথ্যে থাকলেও আরেকটিতে নেই কেন। এছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ এই ২৪ ঘণ্টায় ৭৬০ মামলা দায়ের করেছে। এর মধ্যে সিএনজি টেক্সির মামলা ২৪২টি। এই ২৪ ঘণ্টায় ১৬ সিএনজি টেক্সিসহ কাগজপত্রবিহীন গাড়ি আটক করা হয়েছে ৪৯টি। অপরদিকে, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৮ হাজার ৪১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের হয়েছে। এই ২৪ ঘণ্টায় মোট ৬০ আসামি গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জিআর মামলায় ১১, সিআর মামলায় ১৭ ও সাজাপ্রাপ্ত আসামি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ এই ২৪ ঘণ্টায় ৫৮০টি মামলা দায়ের করেছে। এর মধ্যে সিএনজি ট্যাক্সির মামলা ১৭৫টি। ৮টি সিএনজি ট্যাক্সিসহ কাগজপত্রবিহীন গাড়ি আটক করা হয়েছে ২৩টি। এদিকে, ২৩ সেপ্টেম্বর আকবরশাহ্ থানা পুলিশ সিটি গেট সংলগ্ন আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ বাচ্চু মিয়াকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট। প্রশ্ন উঠেছে, ৮ হাজার ৪১১ পিস ইয়াবার মধ্যে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা রয়েছে কিনা। গ্রেফতারকৃত বাচ্চু মিয়াও ৬০ আসামির মধ্যে রয়েছে কিনা। এ বিষয়ে সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ২৪ ঘণ্টার অভিযানের পর বিশেষ কোন অভিযান থাকলে আবার দেয়া হয়। তবে এতে গ্রেফতার বা উদ্ধারের ঘটনাটি পরদিনের প্রেস রিলিজে থাকায় দুবার হয়ে থাকে।
×