ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে সেই নবজাতকের

প্রকাশিত: ০৫:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

স্কয়ার হাসপাতালে  চিকিৎসা  চলছে সেই  নবজাতকের

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর ॥ চিকিৎসকের মৃত ঘোষণার ছয় ঘণ্টা পর দাফন করতে গিয়ে কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক গালিবা হায়াত বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনার তদন্তে গঠিত দুটি কমিটি তাদের তদন্ত কাজ অব্যাহত রেখেছে। ওই শিশুর ফুপাত চাচা শামীমুল হক তালুকদার রবিবার বিকেলে বলেন, শিশুটি চিকিৎসক আফতাব ইউসুফ রাজের অধীনে স্কয়ার হাসপাতালের নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ফরিদপুর ডাঃ জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জীবত শিশুকে মৃত ঘোষণা করার এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন কর্তৃক গঠিত দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শিশু হাসপাতাল পরিচালনা কমিটির গঠিত ও পরে পুনর্গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কেএম কামরুজ্জামান রবিবার বলেন, তদন্ত কমিটি দুপুর থেকেই কাজ শুরু করেছে। ইতোমধ্যে রিজিয়া আলমসহ দুই চিকিৎসক, সেবিকা, শিশুর দাদা ও দাদি এবং গোরস্তানে কবর খোঁড়ার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও গোরস্তানের মাওলানার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার তদন্ত কমিটি দ্বিতীয় দফায় সভায় মিলিত হয়ে প্রতিবেদন প্রস্তুত করার কাজ শুরু করবে। ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কার্যক্রম পর্যালোচনা করার জন্য ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস গঠিত তদন্ত কমিটিও রবিবার থেকে কাজ শুরু করেছে। ওই কমিটির আহ্বায়ক ঊষা রঞ্জন চক্রবর্তী বলেন, তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে হাসপাতালটির যাবতীয় কর্মকা-ের বেশ কিছু অসঙ্গতি উঠে এসেছে। গত বুধবার রাত ১২টার দিকে ফরিদপুর জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই শিশুটির জন্ম হয়। শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেয়। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের আলীপুর গোরস্তানে দাফন করার সময় কেঁদে ওঠে শিশুটি। ওই শিশুটিকে গত শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে যাওয়া হয়।
×