ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুড়িয়ে গৃহবধূ হত্যা

রাজশাহীতে স্বামীসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

 রাজশাহীতে স্বামীসহ ৩  আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গৃহবধূ সাথী ইয়াসমিন হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদ- দিয়েছে আদালত। রবিবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মনসুর আলম আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দ-প্রাপ্ত তিন আসামির প্রত্যেকের ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়। দ-প্রাপ্তরা হলো- সাথী ইয়াসমিনের স্বামী আরিফ হোসেন, তার দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাত লাইবা। এ মামলার অপর আসামি আরিফের মা মর্জিনা বেগমকে খালাস দেয়া হয়েছে। ২০১২ সালের ৪ এপ্রিল বিকেল ৪টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় স্বামীর বাড়িতে সাথী ইয়াসমিন টেলিভিশন দেখছিলেন। ওই সময় আসামিরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে তার শরীরের ৯০ ভাগ পুড়ে যায়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে সাথীর মৃত্যু হয়। মারা যাওয়ার আগে সাথী হাসপাতালে জবানবন্দী দিয়ে যান। এ ঘটনায় সাথীর বড়ভাই সুজন বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে। সাথী নগরীর সাহাজিপাড়ার সাজ্জাদ হোসেনের মেয়ে।
×